shono
Advertisement
Karnataka

ভারতে বেড়াতে এসে গণধর্ষিতা ইজরায়েলি পর্যটক, লালসার শিকার হোমস্টের মালকিনও!

অভিযুক্ত তিন যুবককে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 11:26 AM Mar 08, 2025Updated: 11:33 AM Mar 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক ইজরায়েলি পর্যটক ও হোমস্টের মালকিন! শুধু তাই নয়, ওই দুই তরুণীর সঙ্গে থাকা তিন পর্যটকদের ধাক্কা মেরে খালে ফেলে দেয় অভিযুক্তরা। অভিযোগ এমনই। দু'জনের খোঁজ মিললেও একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত তিন যুবককে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা কর্নাটকের। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ নাগাদ চার পর্যটক মিলে একটি খালের ধারে ঘুরতে যান। তাঁদের মধ্যে ছিলেন ইজরায়েলের এক তরুণী, ড্যানিয়েল নামে আমেরিকার এক যুবক, মহারাষ্ট্রের পঙ্কজ ও ওড়িশার বিভাস নামে এক যুবক। সকলকে নিয়ে গিয়েছিলেন ২৯ বছরের এক তরুণী। যিনি হোমস্টের মালকিন। সানাপুরের কাছে তাঁদের উপর হামলা।

পুলিশকে দেওয়া বয়ানে হোমস্টের মালকিন, ওই তরুণীর অভিযোগ করেন, রাতে খাবার খাওয়ার পরে সকলে মিলে খালের ধারের গিয়েছিলেন। তাঁরা যখন ঘুরছিলেন তখন বাইকে চেপে তিন যুবক তাঁদের কাছে আসে। প্রথমে তারা জানতে চায়, কোথায় পেট্রল পাওয়া যাবে। এরপর পর্যটকদের থেকে ১০০ টাকা চায়। টাকা দিতে আপত্তি করায় তারা হামলা চালায়। ড্যানিয়েল, পঙ্কজ ও বিভাসকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। তারপর তাঁর ও ইজরায়েলি তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের গণধর্ষণ করে বলে অভিযোগ।

আজ পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণীর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালে গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা হয়। পঙ্কজ ও ড্যানিয়েল কোনওভাবে খাল থেকে সাঁতরে উঠে আসে। কিন্তু বাকি একজনের খোঁজ মিলছিল না। আজ বিভাসের দেহ উদ্ধার হয়েছে। তরুণীদের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে আলাদা টিম গঠন করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক ইজরায়েলি পর্যটক ও হোমস্টের মালকিন!
  • শুধু তাই নয়, ওই দুই তরুণীর সঙ্গে থাকা তিন পর্যটকদের ধাক্কা মেরে খালে ফেলে দেয় অভিযুক্তরা।
  • একজনের খোঁজ মিললেও এখনও পর্যন্ত নিখোঁজ দুই। অভিযুক্ত তিন যুবককে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। 
Advertisement