shono
Advertisement
Jagan Reddy

কনভয়ের নিচে চাপা পড়ে মৃত সমর্থক, বাজেয়াপ্ত জগন রেড্ডির সেই বুলেটপ্রুফ গাড়ি

পুলিশের দাবি, চেলি সিংহাইয়ার মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে এই গাড়ির।
Published By: Amit Kumar DasPosted: 12:30 PM Jun 25, 2025Updated: 01:00 PM Jun 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মামলা দায়ের হয়েছিল আগেই, এবার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বুলেটপ্রুফ গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। তদন্তকারীদের দাবি, নিজের দলের কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় যোগ রয়েছে জগনের এই গাড়ির। যার জেরেই এই পদক্ষেপ। সব মিলিয়ে এই মৃত্যুর ঘটনায় আরও বিপাকে অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement

গত ১৮ জুন গুন্টুরে একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই সময়ই জগনমোহনের কনভয়ের গাড়ি চাপা পড়েন তাঁর দলেরই এক কর্মী। গুরুতর আহত অবস্থায় পরে হাসপাতালে মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, তিনটি গাড়ির কনভয়ের অনুমতি দেওয়া হলেও, তার থেকে বেশি গাড়ি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে। এমন সময় ওই কনভয়ের সামনে পড়ে যান চেলি সিংহাইয়া নামে দলেরই এক সমর্থক। তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে এবার মুখ্যমন্ত্রীর গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। গুন্টুর পুলিশের তরফে জানানো হয়েছে, যে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে সেটি টয়োটা ফরচুনার। চেলি সিংহাইয়ার মৃত্যুর সঙ্গে যোগ রয়েছে এই গাড়ির যার জেরেই এই পদক্ষেপ।

জেলা পুলিশ সুপার সতীশ কুমার জানিয়েছেন, কনভয় যাওয়ার সময় চেলি সিংহাইয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ফুল ছুড়তে গিয়েছিলেন। সেই সময়ই তিনি পড়ে যান। ঠিক তখনই গাড়ির চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। একাধিক বার গাড়িগুলিকে দাঁড়াতে বললেও, কোনও গাড়ি দাঁড়ায়নি। এই ঘটনার পর মৃতের স্ত্রী একটি অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও প্রাক্তন সাংসদ ওয়াইভি সুব্বা রেড্ডি, প্রাক্তন মন্ত্রী বিদদলা রজনী-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালক রামানা রেড্ডি এবং জগনমোহনের পিএ নাগেশ্বর রেড্ডির বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement