সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্যাস রাইফেল থেকে গুলি ছুঁড়ে চার সহকর্মীকে হত্যা করল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক জওয়ান। সংবাদসংস্থা সূত্রে খবর, অভিযুক্ত জওয়ানের নাম বলবীর সিং। পাটনা থেকে ১২০ কিলোমিটার দূরে ঔরঙ্গগাবাদে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে।
(তেজ বাহাদুর কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে তথ্য চাইল পিএমও)
বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ নবীনগর পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ইউনিটে প্রহরারত ছিলেন ওই জওয়ানরা। গভীর রাতে আচমকাই নিজের ইনস্যাস থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই জওয়ান। গুলিবর্ষণের ফলে দুই অধাসেনার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও দু’জন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। কী কারণে ওই সিআইএসএফ জওয়ান গুলি চালিয়েছে, সে কথা অবশ্য এখনও জানা যায়নি। একটি সূত্রের দাবি, ছুটি সংক্রান্ত কারণে সহকর্মীদের সঙ্গে বচসার জেরে মেজাজ হারিয়ে গুলি চালায় বলবীর সিং নামে ওই জওয়ান। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন এসপি সত্যপ্রকাশ। শেষ পাওয়া খবরে বলবীরকে গ্রেপ্তার করা হয়েছে।
(মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগত বিশ্ব ব্যাঙ্কের)
(চিত্র প্রতীকী)