সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে খাঁটি ভারতীয় পোশাক। কুর্তা-পাজামায় সেজে ভারতে পা রাখল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দুই পুত্র। সোমবার সকালে সপরিবারে ভারতে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। দিল্লির পালাম বিমানবন্দরে নেমেছেন তাঁরা। সেখানে তাঁদের স্বাগত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন ভ্যান্স।
সোমবার সকাল পৌনে ১০টা নাগাদ ভারতের মাটি ছোঁয় ভান্সের বিমান। দিল্লির বিমানবন্দরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং আমেরিকার সেকেন্ড লেডিকে স্বাগত জানানো হয় ভারতীয় নাচের ছন্দে। গার্ড অফ অনারও দেওয়া হয় ভ্যান্সকে। যাবতীয় প্রোটোকল শেষ হওয়ার পরেই বিমান থেকে নামে ভ্যান্সের তিন সন্তান। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। কারণ একেবারে খাঁটি ভারতীয় পোশাকে সেজে ভারতের মাটিতে নেমে পড়েছে ভ্যান্সের দুই পুত্র বিবেক এবং ইওয়ান। ভারতীয় সংস্কৃতির ছোঁয়া ছিল ভ্যান্সকন্যা মিরাবেলের পোশাকেও।
চারদিনের জন্য ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তাঁদের স্বাগত জানাতে সেজে উঠেছে দিল্লি। রাজধানীর নিরাপত্তাও আরও আঁটসাট করা হয়েছে ভ্যান্সের সফরের (JD Vance India Visit) জন্য। সোমবারই মোদির সঙ্গে বৈঠকে বসবেন ভ্যান্স। সেখানে থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিসরি এবং আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোত্রা। সেই বৈঠকের আগেই দিল্লির হস্তশিল্প মার্কেটে যেতে পারেন ভ্যান্স।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেসময় ভ্যান্সের সন্তানদের জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। যার মধ্যে ছিল ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। দুই ছেলে ও এক কন্যাকে নিয়ে ভরা সংসার জেডি ও উষার। ছোট্ট বিবেক ও ইওয়ান ব্লেইনের হাতে মোদি তুলে দিয়েছিলেন কাঠের তৈরি ট্রেনের খেলনা সেট এবং ভারতীয় লোকচিত্র সমন্বিত একটি জিগস পাজল। যা পেয়ে বেজায় খুশি হয়েছিল খুদেরা। এবার ভারতীয় পোশাকেও সাজল ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্সের সন্তানরা।
