shono
Advertisement
Partha Chatterjee

সুপ্রিম কোর্টে পার্থের জামিন মামলা থেকে অব্যাহতি বিচারপতি বাগচীর, অন্য বেঞ্চে হবে শুনানি

নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।
Published By: Sayani SenPosted: 12:12 PM Jul 17, 2025Updated: 12:39 PM Jul 17, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা থেকে অব্যাহতি বিচারপতি জয়মাল্য বাগচীর। অন্য বেঞ্চে হবে মামলার শুনানি। তার ফলে বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে হল না নিষ্পত্তি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার ভাগ্য ঝুলেই রইল।

Advertisement

বৃহস্পতিবার মামলার শুনানির শুরুতে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, কলকাতা হাই কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে পার্থ, সুবীরেশদের জামিন মামলার শুনানি হয়েছে। হাই কোর্টে জামিনের আবেদন বিচারপতি খারিজ করে দেন বলেই জানান আইনজীবী। তারপরই সুপ্রিম কোর্টের মামলা থেকে অব্যাহতি চান বিচারপতি।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই। পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ইডিও গ্রেপ্তার করে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন। তবে সিবিআইয়ের মামলায় বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। বারবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে দাঁড়িয়ে দাবি করেছে, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী। তিনি প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হতে পারে। আর সেই যুক্তিতে খারিজ হয়ে গিয়েছে জামিন। তবে বৃহস্পতিবার বিচারপতি অব্যাহতি নেওয়ায় সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার কোনও নিষ্পত্তি হল না। তার ফলে আপাতত জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা থেকে অব্যাহতি বিচারপতি জয়মাল্য বাগচীর।
  • অন্য বেঞ্চে হবে মামলার শুনানি। তার ফলে বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টে হল না নিষ্পত্তি।
  • নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার ভাগ্য ঝুলেই রইল।
Advertisement