shono
Advertisement
Kerala

পাঁচ বছরে যৌন হেনস্তা করেছে ৬৪ জন! বামশাসিত কেরলে বিস্ফোরক অভিযোগ দলিত তরুণীর

পুলিশ ইতিমধ্যেই ১০ জনের বেশি অভিযুক্তকে আটক করেছে।
Published By: Biswadip DeyPosted: 01:57 PM Jan 11, 2025Updated: 02:46 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর ধরে তাঁকে যৌন হয়রানি করেছেন ৬৪ জন পুরুষ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কেরলের এক দলিত তরুণীর। তাঁর বয়স এখন ১৮। অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে অর্থাৎ ১৩ বছর থেকেই তাঁকে নির্যাতিত হতে হচ্ছে বলেই দাবি তাঁর। পুলিশ ইতিমধ্যেই ১০ জনের বেশি অভিযুক্তকে আটক করেছে।

Advertisement

বিষয়টি প্রকাশ্যে আসে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য মহিলা সামাক্যা ওই তরুণীর বাড়ি যান এক রুটিন ফিল্ড ভিজিটে। আর তখনই তাঁর কাছে মনের কথা খুলে বলেন নির্যাতিতা। পরে ওই মহিলা এক শিশুকল্যাণ কমিটির কাছে অভিযোগ জানান। এরপর কমিটির সদস্যরা কথা বলেন মেয়েটির সঙ্গে।

ঠিক কী অভিযোগ? তরুণীর দাবি, ১৩ বছর বয়সে তিনি প্রথম নির্যাতনের শিকার হন। এক প্রতিবেশী তাঁকে পর্নোগ্রাফি দেখান। পরে স্কুলের স্পোর্টসের আগে প্রশিক্ষণ নেওয়ার সময়ও তিনি বারবার হেনস্তার শিকার হন। এমনকী কিছু হয়রানির ভিডিও-ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

এমন অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে শিশুকল্যাণ কমিটি। পুলিশে দায়ের হয়েছে অভিযোগ। কেরলের শিশুকল্যাণ কমিটির পাথানামথিতা শাখার মুখপাত্র এন রাজীব বলেন, ''বিষয়টা খুব গুরুতর। মেয়েটির অভিযোগ, অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই তাঁকে যৌন হেনস্তা করা হয়েছে।'' পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। দলিতদের হেনস্তা কিংবা নারী নির্যাতনের ক্ষেত্রে বারবার উঠে আসে তথাকথিত গোবলয়ের নাম। কিন্তু বামশাসিত কেরলেও যে মেয়েরা নিরাপদ নন, সেই দিকটিই যেন উঠে আসছে তরুণীর অভিযোগের সূত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচ বছর ধরে তাঁকে যৌন হয়রানি করেছেন ৬৪ জন পুরুষ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কেরলের এক দলিত তরুণীর।
  • তাঁর বয়স এখন ১৮। অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকে অর্থাৎ ১৩ বছর থেকেই তাঁকে নির্যাতিত হতে হচ্ছে বলেই দাবি তাঁর।
  • পুলিশ ইতিমধ্যেই ১০ জনের বেশি অভিযুক্তকে আটক করেছে।
Advertisement