সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধ ঘর থেকে উদ্ধার মা ও দুই পুত্রের ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির কালকাজিতে। দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ওই তিনজন। জানা যাচ্ছে, ওই পরিবারকে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছিল আদালত। মামলায় হেরে যাওয়ায় বাড়ি খালির নির্দেশনামা দিতে আসেন পুলিশ ও আদালত কর্মীরা। তখনই সামনে আসে আত্মহত্যার ঘটনা। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরে কালকাজি থানায় ফোন করে এই ঘটনার কথা জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জানা যাচ্ছে, মৃতরা হলেন, অনুরাধা কাপুর ও তাঁর দুই পুত্র আশিস ও চৈতন্য। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল ওই পরিবারে। দুপুরে পুলিশ ও আদালতের কর্মীরা ওনাদের বাড়িতে আসেন সম্পত্তি দখলের আদেশনামা ধরাতে। তবে বারবার ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে অন্য চাবি দিয়ে ঘরে খুলে ভেতরে ঢুকলে দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছে তিনজনের দেহ।
তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে লেখা রয়েছে পারিবারিক সমস্যার জেরে চূড়ান্ত মানসিক যন্ত্রণার কথা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে মৃত্যু হয়েছিল অনুরাধার স্বামীর। এরপর থেকে ভাড়াবাড়িতে দুই পুত্রকে নিয়ে থাকতেন তাঁরা। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে জর্জরিত সেই পরিবারের বিপুল অঙ্কের বাড়িভাড়া জমে গিয়েছিল। এই অবস্থায় ওই পরিবারকে বাড়িছাড়া করতে আদালতের দ্বারস্থ হন বাড়ির মালিক। সেই মামলায় জিতে যাওয়ার পর ভাড়া ফ্ল্যাট খালি করার নির্দেশ নিয়ে হাজির হয়েছিলেন আদালতের কর্মী। মনে করা হচ্ছে, ঘরছাড়া হওয়ার আশঙ্কায় আত্মঘাতী হয়েছে গোটা পরিবার।
