সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহলগাঁওয়ের হিন্দু নিধন নিয়ে সংসদে আলোচনা হোক। বিশেষ অধিবেশনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিরোধী দলনেতার দাবি, এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে দেশ যে একত্রিত, সেটা প্রমাণ করার জন্য সংসদে আলোচনার প্রয়োজন। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও একই ধরনের চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে।
চিঠিতে রাহুল লিখছেন, "বিরোধীরা বিশ্বাস করে এই মুহূর্তে দেশের ঐক্য তুলে ধরা দরকার। সেজন্য জনপ্রতিনিধিদের সংসদে নিজেদের ঐক্যবদ্ধ বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক। আমরা চাই যত দ্রুত সম্ভব অধিবেশন ডাকা হোক।" ভূস্বর্গে বেড়াতে যাওয়া নিরীহ মানুষজনের উপর জঙ্গিদের বুলেটবৃষ্টির ক্ষত এখনও টাটকা দেশবাসীর মনের গভীরে। এই পরিস্থিতিতে সন্ত্রাসদমনে জাতীয় ঐক্যের বার্তা দেওয়া জরুরি এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর সময় বলে মনে করছে কংগ্রেস।
এর আগে কংগ্রেস সভাপতি খাড়গেও একই মর্মে চিঠি দিয়েছেন। তাঁর বক্তব্য, জাতীয় নিরাপত্তায় এত বড় ধাক্কার ঘটনায় লোকসভা ও রাজ্যসভায় বিশেষ অধিবেশন বসুক। আলোচনা হোক শাসক-বিরোধী সকলে মিলে। একজোট হয়ে নিহতদের পরিবারগুলোর পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি শত্রুদেশকেও বুঝিয়ে দেওয়া হোক সন্ত্রাস চালিয়ে ভারতের ঐক্য ভাঙা যাবে না।
রাহুল খাড়গেদের এই অনুরোধ নিয়ে সরকারিভাবে এখনও কিছু বলেনি। তবে বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি বলছেন, "এ বিষয়ে যা বলার সরকার বা সংসদ বলবে। তবে, আমার মনে পড়ছে না এভাবে কোনও জঙ্গি হামলার পর স্রেফ জবাব দেওয়ার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল কিনা।
