shono
Advertisement
LIC

২৪ ঘণ্টায় প্রায় ৬ লাখ পলিসি বিক্রি, গিনেস বুকে এলআইসি

এলআইসির ৪,৫২,৮৩৯ এজেন্ট, যাঁরা সমগ্র ভারতে সমন্বিতভাবে কাজ করে এই রেকর্ড গড়েন।
Published By: Subhankar PatraPosted: 09:12 AM May 25, 2025Updated: 09:12 AM May 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন ভারতীয় জীবন বিমা নিগম বেসরকারীকরণ করার পথে কেন্দ্রীয় সরকার হাঁটতে শুরু করেছে। এবং মিউচুয়াল ফান্ড ও শেয়ারে লগ্নির জন‌্য নানাভাবে উৎসাহিত করা হচ্ছে, তখন নজির গড়ল সরকারি বিমা সংস্থাটি। একদিনে প্রায় ছ'লক্ষ পলিসি বিক্রি করে তারা নাম তুলল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।

Advertisement

২০২৫ সালের ২০ জানুয়ারি মাত্র ২৪ ঘণ্টায় সংস্থাটি ৫,৮৮,১০৭টি জীবন বিমা পলিসি বিক্রি করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অসাধারণ সাফল্য অর্জনে অংশ নিয়েছেন এলআইসির ৪,৫২,৮৩৯ জন এজেন্ট, যাঁরা সমগ্র ভারতে সমন্বিতভাবে কাজ করে এই রেকর্ড গড়েন।

বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতীয় জীবন বিমা নিগম তথা এলআইসি-র সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে বলে অনেকদিন ধরেই অভিযোগ উঠছে। বিমাক্ষেত্রে অন‌্যান‌্য বেসরকারি সংস্থার জন‌্য বাজার ঢালাওভাবে উন্মুক্ত করে এলআইসির অবস্থানকে ক্রমাগত দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ। এ বছরের বাজেটে সমস্ত বেসরকারি বিমা সংস্থার জন‌্য ১০০ শতাংশ বিদেশি লগ্নির ছাড়পত্র দেওয়া হয়েছে।

২০০০ সাল থেকে বিমাক্ষেত্র বেসরকারি সংস্থার জন‌্য খুলে দেওয়া শুরু হলেও নরেন্দ্র মোদির আমলে এইক্ষেত্রে সংস্কার আরও দ্রুতগতিতে করা হয়েছে। বর্তমানে দেশে প্রায় ২৪টি বেসরকারি জীবন বিমা সংস্থা ব‌্যবসা করে। এদের সঙ্গে যখন সরকারি সংস্থা এলআইসি-কে কঠোর প্রতিযোগিতায় নামতে হয়েছে, তখন পলিসি বিক্রির ক্ষেত্রে এই নজির খুবই তাৎপর্যপূর্ণ।

এক সময়ে জীবন বিমাক্ষেত্রে এলআইসি-র একচেটিয়া ব‌্যবসা ছিল। বর্তমান কেন্দ্রীয় সরকার আয়করের যে নতুন কাঠামো করেছে, তাতে জীবন বিমায় লগ্নি করলে আগের মতো করে ছাড় পাওয়া যায় না। এতে এলআইসি-র মতো সংস্থায় ক্ষুদ্র লগ্নিকারীদের বিনিয়োগ আকর্ষণ হারিয়েছে। তবুও পলিসি বিক্রির এই রেকর্ড সবাইকে চমকে দিয়েছে।

এই রেকর্ডটির পিছনে ‘ম্যাড মিলিয়ন ডে’ নামে একটি বিশেষ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রতিটি এজেন্টকে ওই দিন অন্তত একটি পলিসি বিক্রির আহ্বান জানানো হয়েছিল এলআইসি-র তরফে। যার ফলস্বরূপ এই অভূতপূর্ব সাফল্য এসেছে। এটি সংস্থার গ্রাহকদের আর্থিক সুরক্ষা প্রদান এবং তাদের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতিরও প্রমাণ। এই রেকর্ডের ফলে এলআইসি-র ব্র্যান্ড মর্যাদা এবং গ্রাহকদের মধ্যে আস্থা সুদৃঢ় করবে বলে আশা করছে সংস্থাটি।

এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করতে এলআইসি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট করেছে, যেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে প্রাপ্ত স্বীকৃতি প্রদর্শিত হয়েছে। দেশি-বিদেশি জীবন বিমা সংস্থার বাজার ধরার নানারকম কৌশল ও বিজ্ঞাপনী প্রচারের মধ্যেও রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি-র সাফল‌্য লক্ষ লক্ষ এজেন্টকে
উৎসাহিত করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যখন ভারতীয় জীবন বিমা নিগম বেসরকারীকরণ করার পথে কেন্দ্রীয় সরকার হাঁটতে শুরু করেছে।
  • এবং মিউচুয়াল ফান্ড ও শেয়ারে লগ্নির জন্য নানাভাবে উৎসাহিত করা হচ্ছে, তখন নজির গড়ল সরকারি বিমা সংস্থাটি।
  • একদিনে প্রায় ছ'লক্ষ পলিসি বিক্রি করে তারা নাম তুলল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
Advertisement