সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের প্রান্তে লিভইন পার্টনারের সঙ্গে থাকছিলেন এক ব্যক্তি। বাইরে থেকে বাড়ির দরজা আটকে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই আগুনে ঘুমের মধ্যে জীবন্ত পুড়ে মৃত্যু যুগলের। শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার চেঙ্গামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুগলের নাম পি শক্তিভেল ও এস অমৃতাম। তাঁদের বয়স ৪০ বছর। শক্তিভেল পেশায় কৃষক। বছর তিনেক আগে শক্তিভেলের সঙ্গে তাঁর স্ত্রী তামিলারাসির বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলে-মেয়ে রয়েছে। সন্তানদের নিয়ে বেঙ্গালুরুতে থাকেন তামিলারাসি। অন্যদিকে, কয়েক বছর আগে এস অমৃতামেরও বিবাহবিচ্ছেদ হয়। তাঁরও আগের পক্ষের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দু'জনের বিবাহবিচ্ছেদ হওয়ার পরই, তাঁরা প্রেমে পড়েন। গ্রামের এক প্রান্ত তিন একর জায়গা লিজে নিয়ে একটি ঘর বানিয়ে সেখানেই থাকতে শুরু করেন যুগল।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে চেঙ্গামে বাবার সঙ্গে দেখা করতে আসেন শক্তিভেলের মেয়ে। রাতের বেলায় তিনি ফিরে যান। তারপর শুক্রবার সকালে স্থানীয়রা পোড়া গন্ধ পান। ছুটে গিয়ে দেখেন পুড়ে খাক হয়ে গিয়েছে শক্তিভেল বাড়িটি। সেখানেই পড়ে রয়েছে যুগলের পোড়া দেহ। খবর ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকা হয় ফরেন্সিক দলকেও। ঘটনাস্থলেই দেহগুলির ময়নাতদন্ত করা হয়। স্থানীয় থানার এক আধিকারিক বলেন, "দু'জনের অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। তাঁরা লিভইন পার্টনার ছিলেন। মৃতদের আগের সম্পর্কের স্ত্রী ও স্বামীকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে।আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।"
