shono
Advertisement

টাকার বদলে প্রশ্ন ইস্যুতে আরও চাপে মহুয়া, এবার সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের!

নয়া দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের।
Posted: 04:59 PM Nov 08, 2023Updated: 05:38 PM Nov 08, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: টাকার বদল প্রশ্ন বিতর্কে আরও চাপে তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। এমনটাই দাবি করলেন মামলার মূল অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

Advertisement

বুধবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিশিকান্ত দুবে (Nishikanta Dubey) দাবি করেছেন, তাঁর অভিযোগের ভিত্তিতে জাতীয় সুরক্ষা বন্ধক রেখে দুর্নীতি করার দায়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। বিজেপি সাংসদের অভিযোগ সত্যি হলে, টাকার বদলে প্রশ্ন ইস্যুতে চাপ আরও বাড়বে মহুয়ায়। সংসদের এথিক্স কমিটি ইতিমধ্যেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত করছে। দুবের দাবি সত্যি হলে, এবার কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআইও। যদিও লোকপাল বা সিবিআই কারও তরফেই এ নিয়ে সরকারিভাবে জানানো হয়নি।

[আরও পড়ুন: ‘এত ভয় কীসের!’, মোদি-আদানির বিরুদ্ধে নয়া ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মহুয়ার]

উল্লেখ্য, মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন নিশিকান্ত দুবেই। তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন তিনিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার ওম বিড়লা। এথিক্স কমিটি এ নিয়ে দুটি বৈঠক করেও ফেলেছে। বৃহস্পতিবার ফের বৈঠক এথিক্স কমিটির। সেদিনই সাংসদ হিসাবে মহুয়ার ভাগ্য নির্ধারণ হবে।

[আরও পড়ুন: শিলংয়ের যানজটের সুরাহায় কলকাতা পুলিশ! কীভাবে?]

যদিও মহুয়ার বিরুদ্ধে আইনি কোনও পদক্ষেপ করার অধিকার করার অধিকার এথিক্স কমিটির নেই। সেটা করতে পারেন লোকপাল। দুবের দাবি, সেই লোকপালই এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।

পালটা প্রতিক্রিয়ায় মহুয়াও খোঁচা দিয়েছেন কেন্দ্র সরকারকে। তাঁর পালটা দাবি,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে লোকপালও আছে, সেটা জেনে ভালো লাগল। আমার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত। সিবিআই আসুক এবং আমার জুতো গুণে যাক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement