সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একাধিক নির্বাচনের পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বারবার বলা হয়েছে, নিরপেক্ষতা বজায় রাখছে না কমিশন। এবার মন কি বাত অনুষ্ঠান থেকে সেই নির্বাচন কমিশনেরই ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী বললেন, "দীর্ঘ সময় ধরেই নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আধুনিক করার জন্য একের পর এক প্রযুক্তির ব্যবহার করে চলেছে। যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
সচরাচর মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। কিন্তু এবার যেহেতু এবার শেষ রবিবার সাধারণতন্ত্র দিবস পড়েছে, সেকারণে প্রধানমন্ত্রীর মন কি বাত এক সপ্তাহ আগে সম্প্রচারিত হল। বছরের প্রথম এই মন কি বাতে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করে গেলেন। মোদির বক্তব্য, "আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই। বিভিন্ন সময়ে কমিশন আমাদের ভোট প্রক্রিয়ায় আধুনিকিকরণ করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভোটপ্রক্রিয়ার উন্নতি করেছে।"
প্রধানমন্ত্রীর বক্তব্য, "কমিশন যেভাবে স্বচ্ছ নির্বাচন করাচ্ছে তাতে তাদের শুভেচ্ছাবার্তা প্রাপ্য। একই সঙ্গে দেশবাসীর কাছেও আমার অনুরোধ, আপনারা ভোট দিন। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটা বেশি করে সম্ভব অংশগ্রহণ করুন, এবং সেটাকে শক্তিশালী করুন।"
প্রধানমন্ত্রীর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ সদ্যই মহারাষ্ট্রের নির্বাচনের পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রবলভাবে সরব হয়েছিল কংগ্রেস। হাত শিবিরের দাবি ছিল মহারাষ্ট্রের গোটা নির্বাচন প্রক্রিয়াই গলদে ভরা। ইভিএমের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারেও আপত্তি বিরোধী শিবিরের। ইদানিং ইভিএম ছেড়ে ব্যালট ফেরানোর ডাকও মাঝে মাঝেই শোনা যায়। মন কি বাত অনুষ্ঠানে মোদি ঘুরিয়ে বিরোধীদেরই বার্তা দিয়ে দিলেন।