shono
Advertisement
Madhya Pradesh

'জল মিশিয়ে খা', স্কুলেই ছোট ছোট ছাত্রদের মদ খাওয়ালেন শিক্ষক! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড

নিন্দার ঝড় সোশাল মিডিয়ায়। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:06 PM Apr 19, 2025Updated: 04:06 PM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠান হল শিশুদের কাছে দ্বিতীয় বাড়ি। শিক্ষাদানের পাশাপাশি জীবনের পাঠ দেন শিক্ষক-শিক্ষিকা। কিন্তু মধ্যপ্রদেশের স্কুলে এ কী কাণ্ড। পড়ুয়াদের সামনেই মদের আসর সাজিয়েছেন শিক্ষক। এমনকী জল ঢেলে ছাত্রদের মদ খাওয়ার কথাও বলছেন! এই খবর জানাজানি হতেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষককে। নিন্দার ঝড় সোশাল মিডিয়ায়। 

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনায় কাটনি জেলার বারওয়াড়া ব্লকের খিরহানি গ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শিক্ষক মাটিতে বসে রয়েছেন। তাঁর সামনে সারি দিয়ে বসে রয়েছে ছোট ছোট শিশুরা। গ্লাসে মদ ঢেলে দিয়ে খেতে বলছেন তাদের। একজনকে আবার বলছেন, "মদে জল মিশিয়ে খা।" শুক্রবার এই ভিডিও ছড়িয়ে পড়তেই কড়া পদক্ষেপ করে প্রশাসন।

এই ঘটনার পর জেলাশাসক দিলীপ কুমার যাদব, জেলা শিক্ষা আধিকারিক ওপি সিংকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেন। তদন্তে জানা যায় অভিযুক্তের নাম লাল নবীন প্রতাপ সিং। এরপরই আচরণবিধি ভঙ্গ, শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট ও অপ্রাপ্তবয়স্কদের মদ খেতে উৎসাহিত করার অভিযোগে নবীনকে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্তও চলছে। এই ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মধ্যপ্রদেশের স্কুলে এ কী কাণ্ড। পড়ুয়াদের সামনেই মদের আসর সাজিয়েছেন শিক্ষক।
  • এমনকী জল ঢেলে ছাত্রদের মদ খাওয়ার কথাও বলছেন!
  • এই খবর জানাজানি হতেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষককে।
Advertisement