shono
Advertisement
Maha Kumbh

মহাকুম্ভ থেকে ফেরার পথে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু পুণ্যার্থীর

কুম্ভ থেকে ফেরার পথে বৃন্দাবনে এই দুর্ঘটনা ঘটে।
Published By: Amit Kumar DasPosted: 12:05 PM Jan 15, 2025Updated: 12:30 PM Jan 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে আস্থার ডুব দিয়ে ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনা। বাসে আগুন লেগে পুড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মঙ্গলবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আর এক তীর্থক্ষেত্র মথুরার বৃন্দাবনে। কার্যত কপাল জোরে প্রাণে বাঁচলেন বাসে থাকা বাকি ৪৯ জন পুণ্যার্থী।

Advertisement

পুলিশ তরফে জানা যাচ্ছে, প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নানের পর ৫০ জন যাত্রীকে নিয়ে তেলেঙ্গানায় ফিরছিল বাসটি। পথে মথুরার বৃন্দাবনে কোনওভাবে আগুন লেগে যায় বাসে। স্বাভাবিকভাবেই আতঙ্ক চরম আকার নেয়। ভয়ংকর ভাবে জ্বলতে থাকা বাসের আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকলকে। দীর্ঘ চেষ্টার পর দমকরল কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলে দেখা যায় বাসের ভিতর পড়ে রয়েছে পুড়ে যাওয়া এক মৃতদেহ।

সহযাত্রীদের তরফে জানা যায়, ৬০ বছর বয়সি ওই মৃত পুণ্যার্থীর নাম শীলম দ্রুপথ। তিনি তেলেঙ্গানার নির্মল জেলার পালসি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনা যখন ঘটে সেই সেই সময় বাসের বাকি যাত্রীরা মন্দির দর্শনে গিয়েছিলেন। শীলম অসুস্থ থাকার কারণে তাঁদের সঙ্গে যোগ দেননি। বাসে একাই ছিলেন তখনই ঘটে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাসের পিছনের আসনে বসে বিড়ি খাচ্ছিলেন তিনি। সেই বিড়ির আগুন থেকেই কোনওভাবে আগুন লেগে যায় বাসটিতে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মথুরার জেলাশাসক শৈলেন্দ্র কুমার সিং ও অন্যান্য আধিকারিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিড়ি থেকে আগুন লেগেছে নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement