shono
Advertisement
Mahakumbha 2025

মহাকুম্ভের প্রয়াগরাজ মুড়েছে নিরাপত্তার চাদরে, যোগী সরকারের আয়োজনে আপ্লুত বিদেশি পুণ্যার্থীরা

কী বললেন পুণ্যার্থীরা?
Published By: Hemant MaithilPosted: 04:29 PM Jan 31, 2025Updated: 04:53 PM Jan 31, 2025

হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: প্রয়াগরাজে এখন উৎসবের মেজাজ। দর্শনার্থীদের কথা ভেবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা। নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের তরফে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তিও। এর ফলেই কোটি কোটি ভক্ত নির্বিঘ্নে পুণ্যস্নান সারছেন। আর এই সুব্যবস্থার জন্যই যোগী সরকারকে প্রশংসায় ভরালেন বিদেশি পূণ্যার্থীরা।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের এক পুণ্যার্থী গোটা আয়োজনে আপ্লুত। তিনি বলেন, "সত্যিই অকল্পনীয় ব্যবস্থা।" ফ্লোরিডার মারিয়া জানান, ১২ বছর আগে তিনি কুম্ভমেলায় এসেছিলেন। সেই স্মৃতি এখনও টাটকা। তারপর এবার ফের এসেছেন। এবছরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, "এটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় সময়। গত ২৬ বছর ধরে আমি প্রতি বছর ভারতে আসছি। ভারতীয় সংস্কৃতিকে আমি ভালোবেসে ফেলেছি। আর পুলিশ যেভাবে ভিড় সামলাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।"

মস্কো থেকে আসা জুলিয়া বলেন, "মহাকুম্ভে এই প্রথম এলাম। আমরা মুগ্ধ। এখানকার পরিবেশে নিরাপত্তাহীনতা কাজ করেনি কখনও। প্রশাসন যেভাবে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তা প্রশংসার যোগ্য।" কাজাখাস্তানের আলেনার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি বলেন, "কুম্ভমেলায় যোগ দেওয়া আমার স্বপ্ন ছিল। ভগবান শিবের কৃপায় আমি এখানে আসতে পেরেছি। " পাঞ্জাবের পাঠানকোট থেকে আসা অঞ্জু প্রশাসনের প্রশংসা করে বললেন, "প্রশাসন ভক্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে। তাই গুজবে কান দেওয়া উচিত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রয়াগরাজে এখন উৎসবের মেজাজ। দর্শনার্থীদের কথা ভেবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা।
  • নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের তরফে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তিও। এর ফলেই কোটি কোটি ভক্ত নির্বিঘ্নে পুণ্যস্নান সারছেন।
  • আর এই সুব্যবস্থার জন্যই যোগী সরকারকে প্রশংসায় ভরালেন বিদেশি পূণ্যার্থীরা।
Advertisement