shono
Advertisement
BMC Polls

পকেটে মারাঠি ভোট! মুম্বই পুর নির্বাচনে আসন রফা নিয়ে বিজেপিকে চাপ শিন্ডের

মারাঠি ভোটের দোহাই দিয়ে বেশি আসনে লড়ার দাবি শিন্ডের।
Published By: Anustup Roy BarmanPosted: 04:17 PM Dec 17, 2025Updated: 04:55 PM Dec 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মুম্বইয়ে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। ১৫ জানুয়ারি হবে বৃহন্মুম্বই পুর কর্পোরেশন নির্বাচন। তার আগেই মহারাষ্ট্রের ক্ষমতায় থাকা মহাজোটের দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, বিএমসি নির্বাচনে অজিত পাওয়ারের এনসিপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে জোট। পাশাপাশি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা এই নির্বাচনে প্রচারের কেন্দ্রে থাকবে। ষিন্ডের দাবি, মারাঠি ভোটব্যাঙ্ক শিবসেনার সঙ্গে থাকায় তাঁদেরকে বেশি আসনে লড়ার সুযোগ দিতে হবে।  

Advertisement

জানা গিয়েছে, নির্বাচনের ২২৭ আসনের মধ্যে ১২৫ আসনে লড়ার দাবি জানিয়েছে শিব সেনা। যদিও, বিজেপির দাবি এই সংখ্যা এখনও প্রস্তাবের স্তরে রয়েছে। এই বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। ফড়নবিশের দল ১৪০ থেকে ১৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছে। অন্যদিকে শিব সেনাকে ৮০ থেকে ৯০টি আসন দেওয়ার প্রস্তাব করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

যদিও, শিন্ডের দল আরও বেশি আসনে লড়তে চায়। জানা গিয়েছে, অতিরিক্ত আসনে লড়ার জন্য চাপ দিচ্ছে সেনা। তাঁদের যুক্তি, মুম্বইয়ে তাঁদের দলের ভীত শক্তিশালী এবং মারাঠি ভোট ব্যাঙ্ক রয়েছে তাঁদের কাছে। আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই জোটের সমন্বয় কমিটি। যদিও, আসন্ন নির্বাচনে জোটের মূল লক্ষ্য হবে অবিভক্ত শিবসেনার শক্ত ঘাঁটি বিএমসি দখল করা।

বিএমসি-র পাশাপাশি সব স্থানীয় নির্বাচনেই একসঙ্গে লড়ার পরিকল্পনা করেছে মহাজোট। এই অবস্থায় মুম্বাই এবং থানেতে লড়বে বিজেপি এবং ষিবসেনা। অন্যদিকে, পুনে এবং পিমপ্রিতে লড়াইয়ে থাকবে এনসিপি। যদিও নাসিকে কী হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং তাঁর ভাই রাজ ঠাকরের এমএনএস, আগামী ২৩ ডিসেম্বর তাঁদের জোট ঘোষণা করবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার, রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউতের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, মহারাষ্ট্রের সব স্থানীয় নির্বাচনেই তাঁরা একসঙ্গে লড়বেন। পাশাপাশি, কংগ্রেসকেও জোট বেঁধে লড়ার জন্য আহ্বান জানিয়েছেন রাউত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বাইয়ে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা।
  • মহাজোটের দলগুলি আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করেছে।
  • ২২৭ আসনের মধ্যে ১২৫ আসনে লড়ার দাবি জানিয়েছে শিবসেনা।
Advertisement