সোমনাথ রায়, নয়াদিল্লি: মৌলবাদের আগুনে জ্বলতে থাকা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার দিল্লিতে কংগ্রেস কর্মসমিতির বৈঠকে সে কথাই তুলে ধরলেন তিনি। পাশাপাশি, দেশের অন্দরে সংখ্যালঘু খ্রিস্টানদের উৎসবে হামলার ঘটনা নিয়ে বিজেপি ও আরএসএসকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি। এছাড়া ৯ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এ নাম কাটা যাওয়ার বিষয় তুলে ধরেন খাড়গে।
কংগ্রেসের এই বৈঠকে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খাড়গে বলেন, "গত কয়েকমাস ধরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে হামলা চলছে তাতে গোটা দেশকে চিন্তায় ফেলে দিয়েছে। আমি নিজেও এই ঘটনার তীব্র নিন্দা করছি।" শুধু বাংলাদেশ নয়, ক্রিসমাসে দেশের নানা প্রান্তে খ্রিস্টানদের উপর হামলার ঘটনারও তীব্র নিন্দা করেন খাড়গে। বলেন, "বাংলাদেশের ঘটনার পাশাপাশি দু'দিন আগে ক্রিসমাসের সময় দেশের বহু জায়গায় বিজেপি, আরএসএস ও তাদের সঙ্গে যুক্ত সংগঠনের লোকেরা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। সেই সব ঘটনা গোটা বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।"
সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার পাশাপাশি মল্লিকার্জুন খাড়গে এদিনের সভায় অনেকটা সময় ব্যয় করেন সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলতে থাকাক এসআইআর নিয়ে। রাহুলের তরফে ভোটচুরির যে অভিযোগ করা হয়েছিল সে অভিযোগকে সমর্থন করে খাড়গে বলেন, "এই মুহূর্তে দেশে চলতে থাকা এসআইআর এক গভীর উদ্বেগের বিষয়। মানুষের গণতান্ত্রিক অধিকার খুন্ন করার এ এক পরিকল্পিত ষড়যন্ত্র। রাহুল গান্ধী তথ্য ও উদাহরণ-সহ বার বার 'ভোট চুরি'র প্রমাণ পেশ করেছেন।" বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে একহাত নিয়ে খাড়গে আরও জানান, "বিজেপি ও নির্বাচন কমিশনের বোঝাপড়ার কথা আজ গোটা দেশ জানে। ফলে আমাদের নিশ্চিত করতে হবে যাতে ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়।"
২০২৬ সালে পশ্চিমবঙ্গ-সহ দেশের ৪ রাজ্য (অসম, তামিলনড়ু, কেরল) ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে (পুদুচেরি) রয়েছে বিধানসভা নির্বাচন। এই সব জায়গায় বিরোধীদের একত্রিত হওয়ার বার্তা দেন খাড়গে। বলেন, "গত ১১ বছরে দেশ প্রত্যক্ষ করেছে কীভাবে ইডি, আয়কর, সিবিআই-এর মতো সংস্থাগুলির অপব্যবহার করা হয়েছে। বিজেপি ও সংঘ পরিবার ন্যাশনাল হেরাল্ডের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। আমরা আইনি লড়াই লড়ছি। জয় আমাদেরই হবে।"
