সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেজিস্ট্রি হয়েছিল দিদির সঙ্গে। হবু শ্বশুরবাড়িতে যুবকের আনাগোনা লেগেই ছিল। বারণও করেনি পরিবার। হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে শ্যালিকাকে নিয়ে পালাল হবু জামাইবাবু।
উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার ঘটনা। তরুণীর বাবা জানিয়েছেন, বছর দুয়েক আগে তাঁর বড় মেয়ের সঙ্গে কোর্ট ম্যারেজ হয় স্থানীয় এক যুবকের। তবে বাপের বাড়িতেই থাকছিলেন বড় মেয়ে। এদিকে বাড়িতে আনাগোনা ছিল যুবকের। হবু জামাইকে বারণ করেনি পরিবার। কিছুদিনের মধ্যেই সামাজিক বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু তলে তলে যে অন্য খেলা চলছে, তা বুঝতে পারেননি যুবকের আইনত স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে বাড়িতে আসেন যুবক। বাজারে যান যুবতীর বাবা। বাড়ি ফাঁকাই ছিল। তিনি ফিরে এসে দেখেন, ঘরে নেই ছোট মেয়ে। বেপাত্তা হবু জামাইও। খোঁজাখুঁজি শুরু করেন তিনি। খবর দেন অন্য পরিবারের সদস্যদের। তল্লাশি চালানো হয় এলাকাজুড়ে। কিন্তু কোনও হদিশ পাননি তাঁরা।
তারপরই স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ জানান তাঁরা। সাইনি থানার এক পুলিশ আধিকারিক বলেন, "এক যুবক তাঁর শ্যালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।"
