shono
Advertisement
Black Magic

'কালোজাদু'র নামে স্ত্রী ও শাশুড়িকে একসঙ্গে নগ্ন করলেন যুবক! ছবি দিলেন সোশাল মিডিয়ায়

পলাতক অভিযুক্ত।
Published By: Kishore GhoshPosted: 08:12 PM Jul 05, 2025Updated: 09:15 PM Jul 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাতে শ্যালকের বিয়ে হয়, তার জন্য শাশুড়ি এবং স্ত্রীকে বিবস্ত্র করে কালোজাদু অভ্যাস করলেন মহারাষ্ট্রের এক যুবক! এমনকী শাশুড়ি ও স্ত্রীর নগ্ন ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ওই যুবকের স্ত্রী। এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নবী মুম্বইয়ের। ৩ জুলাই ৩০ বছর বয়সি স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। অভিযোগ, গত ১৫ এপ্রিল শ্যালকের বিয়ের জন্য কালোজাদুর নামে জোর করে শাশুড়ি এবং স্ত্রীকে নগ্ন করেন যুবক। নগ্ন অবস্থায় তাঁদের ইচ্ছের বিরুদ্ধে ছবিও তোলেন। এর পর সেই ছবি সঙ্গে নিয়ে আজমেরে আসতে বলেন দুই মহিলাকে। সেখানে তাঁরা পৌঁছালে ওই ছবি স্ত্রীর বাবা এবং ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন অভিযুক্ত। এর পরেই নবী মুম্বইয়ের ভাসি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশে। কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তের খোঁজে জোর কদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ জানিয়েছে, ঘটনাটি নবী মুম্বইয়ের।
  • পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশে।
Advertisement