shono
Advertisement
Delhi

ছিনতাইয়ে বাধা দিয়ে ছুরির কোপে মৃত্যু যুবকের! দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার তিন কিশোর

ধৃতদের কাছ থেকে একটি ছুরি, খোওয়া যাওয়া মানি ব্যাগ ও ফোন উদ্ধার হয়েছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 08:33 PM Jun 16, 2025Updated: 08:33 PM Jun 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে ছুরির কোপ! হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম অমিত কুমার। এই ঘটনার তদন্তে নেমে তিন কিশোরকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ছুরি, খোওয়া যাওয়া মানি ব্যাগ ও ফোন উদ্ধার হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জুন রাতে এই ঘটনা ঘটে। পুলিশের কাছে খবর যায় রক্তাক্ত অবস্থায় এক যুবক রাস্তায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছিল তাঁর। জানা গিয়েছে, অমিতের ডানদিকের বুকে গভীর ক্ষত ছিল।

এদিকে এই ঘটনার পর পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়। কোনও প্রতক্ষদর্শী না থাকায় প্রথম দিকে বেশ হোঁচট খান তদন্তকারীরা। এরপরেই বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করে পুলিশ। এরপরই এই তিন কিশোরের ব্যাপারে জানতে পারেন তদন্তকারীরা। প্রথমে আটক করা হয় ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধের কথা স্বীকার করে নেয়। এরপরই ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মৃতের খোওয়া যাওয়া মানি ব্যাগ ও মোবাইল। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুধুমাত্র ছিনতাইয়ে বাধা পেয়ে কেন তারা এক ব্যাক্তির ওপর এভাবে হামলা করল, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছিনতাইয়ে বাধা দেওয়ায় যুবককে ছুরির কোপ!
  • হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম অমিত কুমার।
  • এই ঘটনার তদন্তে নেমে তিন কিশোরকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।
Advertisement