shono
Advertisement

Vice President Election: সঙ্গী রাহুল-অধীর-ইয়েচুরি, মনোনয়ন দিলেন বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা

সোমবার মনোনয়ন জমা দিয়েছিলেন NDA পদপ্রার্থী জগদীপ ধনকড়।
Posted: 12:37 PM Jul 19, 2022Updated: 02:05 PM Jul 19, 2022

নন্দিতা রায়, নয়াদিল্লি: ১৭ বিরোধী দলের সম্মিলিত সমর্থন। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি (Vice President) বেছে নিতে বিরোধীরা প্রার্থী হিসেবে ঠিক করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ৫ বারের প্রাক্তন সাংসদ মার্গারেট আলভাকে (Margaret Alva)। মঙ্গলবার তাঁর মনোনয়ন পেশের সময় তাই বিরোধী দলের প্রায় সব শীর্ষ নেতাকেই দেখা গেল তাঁর পাশে। সংসদে ভবনে এদিন ঠিক দুপুর ১২টায় মনোনয়ন পেশ করেছেন মার্গারেট আলভা। সঙ্গে ছিলেন রাহুল গান্ধী, অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, ডি রাজারা। সকলকে সামনে রেখেই লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ফেললেন মার্গারেট আলভা। 

Advertisement

সোমবার ঠিক একই ছবি দেখা গিয়েছিল। উপরাষ্ট্রপতি পদে সোমবার মনোনয়ন (Nomination) জমা দিয়েছিলেন  NDA পদপ্রার্থী জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।  তাঁর মনোনয়নের সময় সঙ্গ দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি (PM Modi), অমিত শাহ, জে পি নাড্ডার মতো হেভিওয়েট নেতারা। মোদি এবং ধনকড় – দু’জনের পরনেই ছিল নীল-সাদা রঙের একইরকম পোশাক। মনোনয়ন দেওয়ার পর ধনকড়ের বক্তব্য ছিল, ”একজন সাধারণ মানুষ থেকে এমন একটা জায়গায় পৌঁছনোর সুযোগ পাব, স্বপ্নেও ভাবিনি।”  

[আরও পড়ুন: উদ্বেগ বাড়িয়ে বেনজির পতন, প্রথমবার ৮০ টাকা ছুঁল ডলারের দাম]

উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনকড়ের প্রতিপক্ষ মার্গারেট আলভা। তাঁর মনোনয়নেও বিরোধী শিবিরের নেতাদের সমাগম কম দেখা গেল না। এদিন সকাল ১১টা নাগাদ আলভা পৌঁছে গিয়েছিলেন সংসদ ভবনে। বসেছিলেন কংগ্রেসের ঘরে। তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান রাহুল গান্ধী, খাড়গেরা। তারপর ১২টায় তাঁকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিতে যান তাঁরা। 

[আরও পড়ুন: লাদাখ নিয়ে ১২ ঘণ্টার বৈঠক, হট স্প্রিং থেকে সেনা সরাতে চিনকে চাপ ভারতের]

দীর্ঘদিনের কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা আইন নিয়ে পড়াশোনা করেন। রাজনীতিতে যোগ দেওয়ার পর চারবার রাজ্যসভার সাংসদ ও একবার লোকসভার সাংসদ হন। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এছাড়া উত্তরাখণ্ড, গোয়া, রাজস্থান, গুজরাটের রাজ্যপাল হিসেবে সংসদীয় দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।  প্রায় একই রকম কেরিয়ার জগদীপ ধনকড়েরও। তিনিও আইন বিশেষজ্ঞ। ফলে উপরাষ্ট্রপতি পদে দুই আইনজ্ঞের লড়াই। যদিও সংখ্যাতত্ব বলছে, রাজ্যসভায় শাসকদলের সংখ্যাধিক্যের নিরিখে ধনকড়ের জয়ের রাস্তা মসৃণ। আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। ফলপ্রকাশ ১০ তারিখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement