সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় দাউদাউ আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। রবিবার দুপুরে শাস্ত্রী ব্রিজের কাছে সেক্টর ১৯ চত্বরে আগুন লেগেছে বলে খবর। পুড়ে গিয়েছে সন্ন্যাসীদের একাধিক তাঁবু! ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এলাকা ঘিরে ফেলেছে প্রশাসন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। মহাকুম্ভের পরিস্থিতির খবর নিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করলেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গিয়েছে, শুরুতে একটি তাঁবুর ভিতরে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এরপরই দাউদাউ আগুনে জ্বলে ওঠে একটি তাঁবুতে। চোখের নিমেষে একাধিক তাঁবুতে ছড়ায় সেই আগুন। আপাতকালীন পরিস্থিতির সামলানোর জন্য মেলার মাঠেই ছিল দমকলের একাধিক ইঞ্জিন। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ইঞ্জিনগুলি। তড়িঘড়ি কাজ শুরু করেন দমকল কর্মীরা।
আখড়া থানার পুলিশ আধিকারিক ভাষ্কর মিশ্র বলেন, "মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছিল। এর জেরে একাধিক তাঁবুতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছেন।" দমকলকে সাহায্য করতে অকুস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। অনুমান করা হচ্ছে, তাঁবুর ভিতরে রান্নার কাজের সময় কোনওভাবে আগুন ছড়ায়। এরপর সিলিন্ডারে বিস্ফোরণে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। দুর্ঘটনায় পুণ্য়ার্থীরা কেউ আহত হননি বলেই খবর। পরিস্থিতি তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।