সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্ক জুকারবার্গের বিতর্কিত মন্তব্যে জেরে এবার ক্ষমা চাইল মেটা। ২০২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে মেটা প্রধানের বিতর্কিত মন্তব্যে পালটা প্রতিক্রিয়া দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপরই বুধবার মেটার তরফে ক্ষমা চেয়ে জানানো হয়েছে, জুকারবার্গ যে মন্তব্য করেছেন তা অনিচ্ছাকৃত ভুল ছিল।
গত শুক্রবার জো রোগানের জনপ্রিয় পডকাস্ট চ্যানেলে উপস্থিত হয়েছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা তথা মেটা প্রধান মার্ক জুকারবার্গ। সেখানেই ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। দাবি করেন, ভারত-সহ বেশিরভাগ দেশের ক্ষমতাসীন সরকার ২০২৪ সালের নির্বাচনে হেরে গিয়েছে। এর জন্য কোভিড মহামারী পরিস্থিতিতে জনসেবা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলেও জানান তিনি। মেটা প্রধানের এই মন্তব্যের পর বিতর্ক চরম আকার নেয়। সোমবার এক্স হ্যান্ডেলের এক পোস্টে এই মন্তব্যের বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, জুকারবার্গ ভুল মন্তব্য করেছেন। এর কোনও বাস্তব ভিত্তি নেই।
জুকারবার্গের ভুল শুধরে এক্স হ্যান্ডেলে অশ্বিনী বৈষ্ণব লেখেন, 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে ভারত ২০২৪ সালের নির্বাচন পরিচালনা করেছিল। ভোটার ছিল ৬৪০ মিলিয়নেরও বেশি। ভারতের জনগণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ-র প্রতি তাঁদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করেছে।' এই ইস্যুতে খোদ কেন্দ্রীয় মন্ত্রী সরব হতেই এক্স হ্যান্ডেলে বৈষ্ণবের পোস্টের নিচেই মন্তব্য করে মেটার ভারতীয় শাখার প্রধান শিবনাথ ঠুকরাল। তিনি লেখেন, '২০২৪ সালের নির্বাচনে বহু দেশের সরকার যে পুনরায় সরকারে ফিরতে পারেনি তা সত্য। তবে মার্ক জুকারবার্গের পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণ ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। মেটার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এবং ভারতের অসামান্য উদ্ভাবনী ভবিষ্যতের শরিক হতে চাই আমরা।'
উল্লেখ্য, জুকারবার্গের বিতর্কিত মন্তব্যের পরই সংসদে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মেটাকে সমন পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। অবশেষে মেটার ক্ষমা প্রার্থনার পর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'ভারতের ১.৪ বিলিয়ন মানুষের আস্থা জয় করেছে দেশের সংসদ ও সরকার। সেই সরকারকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চেয়েছে মেটা। ভারতবাসীর কাছে এটা একটা বড় জয়।'