shono
Advertisement
Nitin Nabin

'উনিই বস, আমি কর্মী', 'মিলেনিয়াল' জাতীয় সভাপতি নীতীনের ভূয়সী প্রশংসা মোদির

PM Narendra Modi: মঙ্গলবার বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কমবয়সি নেতা নীতীন নবীনকে 'মিলেনিয়াল' বলেন তিনি।
Published By: Anustup Roy BarmanPosted: 01:26 PM Jan 20, 2026Updated: 02:55 PM Jan 20, 2026

মঙ্গলবার বিজেপির নতুন জাতীয় সভাপতির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী নেতা নীতীন নবীনকে 'মিলেনিয়াল' বলেন তিনি। তাঁর প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "দলের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবেন নীতীন নবীন। দলের কথা বলতে গেলে, নীতীন নবীনই বস, আর আমি একজন দলের কর্মী।" বিজেপি কর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী বলেন।

Advertisement

মোদি বলেন, "আজকের তরুণদের ভাষায় বলতে গেলে, নীতীনজি নিজেই এক অর্থে মিলেনিয়াল। তিনি সেই প্রজন্মের মানুষ যারা ভারতে বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত রূপান্তর প্রত্যক্ষ করেছে। তিনি সেই প্রজন্মের মানুষ যারা শৈশবে রেডিও থেকে তথ্য পেতেন আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন।" মোদি আরও বলেন, "নীতীনজি তারুণ্যের শক্তি এবং সাংগঠনিক কাজে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এটি আমাদের দলের প্রতিটি কর্মীর জন্য খুবই উপকারী হবে।"

নীতীন নবীনের বাবা, নবীন কিশোর প্রসাদ সিনহা, বাঁকিপুরের পাঁচবারের অপরাজিত বিধায়ক ছিলেন। ১৯৮০ সালে জন্মানো নীতীন বিজেপি-র সবথেকে কম বয়সের সর্ভারতীয় সভাপতি।

সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে জয়ী হয়েছেন বিহারের নীতীশ কুমারের মন্ত্রিসভার এই সদস্য। আজই আনুষ্ঠানিকভাবে দলের রাশ হাতে নিতে চলেছেন ৪৫ বছর বয়সি নীতীন। উল্লেখ্য, বর্তমানে বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতীন নবীন। সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নীতীন। আরজেডির প্রার্থী রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান তিনি। নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নীতীন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement