shono
Advertisement

Breaking News

Madhya Pradesh

মধ্যপ্রদেশে চলন্ত বাইকে ভয়াবহ বিস্ফোরণ! শরীর থেকে ছিন্ন পা, মৃত্যু যুবকের

যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ, নাকি বিস্ফোরক বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন যুবক!
Published By: Amit Kumar DasPosted: 02:59 PM Dec 28, 2025Updated: 02:59 PM Dec 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত মোটরসাইকেলে ভয়াবহ বিস্ফোরণ। শরীর থেকে বিছিন্ন হয়ে গেল সওয়ারির দুই পা। রবিবার সকালে ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সেহোর জেলায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, বাইকে বিস্ফোরক বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। পথে কোনওভাবে তাতে বিস্ফোরণ ঘটে যায়।

Advertisement

পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবার সকালে ইছাবর অষ্টা রোডে রামনগর গ্রামের কাছে এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ইছাবর থানার পুলিশ। দেখা যায়, চলন্ত বাইকে ভয়াবহ বিস্ফোরণের কারণে যুবকের দুই পা ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়য় ওই সওয়ারির। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাইকে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ নাকি ওই যুবক বিস্ফোরক বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর পুড়ে ছাই হয়ে গিয়েছে বাইকটিও।

অন্যদিকে, এই সেহোর জেলার ইন্দোর-ভোপাল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় সম্প্রতি মৃত্যু হয় রাজস্থানের এক যুবকের। জানা যাচ্ছে, সিমেন্ট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় রাস্তায়। সিমেন্ট চাপা অবস্থায় ভিতরে আটকে পড়েন চালক। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘক্ষণ পর ক্রেনের সাহায্যে গাড়িটি সোজা করা হলেও ততক্ষণে মৃত্যু হয়য় চালকের। জানা যায়, মৃত যুবকের নাম গোবিন্দ রাম, তিনি রাজস্থানের বেওয়ার জেলার বাসিন্দা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলন্ত মোটরসাইকেলে ভয়াবহ বিস্ফোরণ।
  • শরীর থেকে বিছিন্ন হয়ে গেল সওয়ারির দুই পা।
  • রবিবার সকালে ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সেহোর জেলায়।
Advertisement