shono
Advertisement

Breaking News

করোনা আক্রান্তদের সুস্থ করতে নয়া পন্থা, মধ্যপ্রদেশে চালু ‘খুশির বিভাগ’

আক্রান্তদের চিন্তা দূর করে খুশি রাখবে এই বিভাগ। The post করোনা আক্রান্তদের সুস্থ করতে নয়া পন্থা, মধ্যপ্রদেশে চালু ‘খুশির বিভাগ’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Apr 26, 2020Updated: 06:42 AM May 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্ত ব্যক্তিদের সারিয়ে তুলতে নয়া পন্থা অবলম্বন করল মধ্যপ্রদেশ সরকার। সংক্রমিতদের কেবলমাত্র কোয়ারেন্টাইনে আলাদা করে রেখে নয় তাঁদের সুস্থ করা হবে মানসিকভাবেও। তাই চালু করা হচ্ছে খুশির বিভাগ (Happiness Department)।

Advertisement

২০১৬ সালে মধ্যপ্রদেশে ক্ষমতায় থাকাকালীন আনন্দ বিভাগের সূচনা করেন। তবে ২০১৮ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর আনন্দ বিবাককে আধ্যাত্মিক বিভাগের সঙ্গে জুড়ে দেয়। তবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পুনরায় এই বিভাগটি স্বতন্ত্রভাবে পরিচালনার কাজ শুরু করেন। এই বিভাগের কর্মীদের কাজই হল মানুষের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করা। যাতে তারা মানসিকভাবে বলিয়ান হয়ে ওঠে ও করোনার মোকাবিলা করতে পারে। করোনা আক্রান্তদের আনন্দের পরিবেশে চিকিৎসা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকি এই বিভাগের কর্মীরা আক্রান্তদের নৈতিকভাবেও শক্তিশালী করে তুলবে। কারণ সংক্রমিত ব্যক্তিরা মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করে সমাজের মূল স্রোতে ফিরে গেলেও আক্রান্ত হওয়ার আশঙ্কায় সমাজের বাকি মানুষেরা অনেক সময় তাঁদের মেনে নিতে চায় না। খারাপ ব্যবহার করা হয় তাঁদের সঙ্গে। শারীরিকভাবে নয় রোগের সঙ্গে লড়াই করতে প্রয়োজন প্রচুর মানসিক শক্তি। তাই আক্রান্তরা যাতে কোনওভাবেই দুর্বল না হয়ে পড়েন তাই এই প্রয়াস। মধ্যপ্রদেশে শনিবার একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানেই তিনি জানান, “মধ্যপ্রদেশের প্রতিটি কোয়ারেন্টাইনে বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। আক্রান্তদের গান শোনা, সিনেমা দেখার ব্যবস্থা করে দিতে হবে। এমন কিছু দেখাতে হবে যা তাঁদের আগ্রহী করে তুলবে।” শুধুমাত্র করোনা আক্রান্তরাই নন। যাঁরা সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন তাদেরও আনন্দ দিতে হবে।

[আরও পড়ুন:আয়ুর্বেদ-যোগচর্চাই করোনা যুদ্ধের বড় অস্ত্র, ‘মন কি বাত’-এ ফের আস্থা প্রকাশ মোদির]

তবে বিজেপি সরকারের এই উদ্যোগকে কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্ব জানায়, বিজেপি সরকার করোনার সঙ্গে মোকাবিলা করতে পারছে না। তারা ব্যর্থ হয়েছে। তাই এখন পরিস্থিতি নিয়য়ন্ত্রণ করতে শুরু করেছে। প্রাক্তন মন্ত্রী পি সি শর্মা বলেন, “দেশের মধ্যে সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মধ্যপ্রদেশে। রাজ্য সরকারের উচিত সেদিকে নজর দেওয়া। তাদের উচিত আরও বেশি করে করোনার পরীক্ষা করানো, হাসপাতালগুলিতে জরুরি সরঞ্জাম মজুত করা। পরিবর্তে তারা খুশির বিভাগ খুলছে।” তবে বিরোধীদের কটাক্ষকে আমল দিকতে নারাজ মধ্যপ্রদেশের ‘মামা’ তিনি চান আনন্দ দিয়ে আক্রান্তদের সুস্থ করতে।

[আরও পড়ুন:‘দিনে অন্তত ১ লক্ষ করোনা টেস্ট করুন’, মোদিকে আরও সক্রিয় হতে বললেন রাহুল]

The post করোনা আক্রান্তদের সুস্থ করতে নয়া পন্থা, মধ্যপ্রদেশে চালু ‘খুশির বিভাগ’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement