shono
Advertisement
Ajit Doval

'আমাদের মন্দির লুট হয়েছে', অতীত লাঞ্ছনার 'প্রতিশোধ' নেওয়ার বার্তা ডোভালের

'প্রতিশোধের কখনও কখনও বিশাল শক্তি', নবীন প্রজন্মকে বার্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।
Published By: Kishore GhoshPosted: 11:50 AM Jan 11, 2026Updated: 04:21 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সাল সোমনাথ মন্দিরে প্রথম হামলার ১০০০ বছর। রবিবার ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সময়ে ভারতের নবীন প্রজন্মকে 'প্রতিশোধের বিশাল শক্তি'র কথা স্মরণ করালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। তাঁর সাফ কথা, স্বাধীনতার জন্য অনেক মূল্য দিতে হয়েছে ভারতকে। সেই অতীত ইতিহাসের ‘প্রতিশোধ’ নিতে হবে। তবেই সব দিক থেকে মহান হয়ে উঠবে ভারত।

Advertisement

শনিবার দিল্লিতে ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ডোভাল। সেখানে তরুণ প্রজন্মের প্রতি বার্তা দেন, তারা ভাগ্যবান যে স্বাধীন ভারতে জন্মেছে। জানান, তাঁর জন্ম হয়েছিল ঔপনিবেশিক ভারতে। বলেন, "আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অনেক অপমান সহ্য করেছেন তাঁরা। অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গ্রাম, সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে।" সঙ্গে যোগ করেন, "আমাদের মন্দিরগুলি লুট করা হয়েছে। আমরা অসহায় ভাবে সে সব দেখেছি।"

অনুষ্ঠানে উপস্থিত তিন হাজার তরুণের উদ্দেশে ডোভাল বলেন, "ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে। দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে কেবল সীমান্ত নিরাপত্তার দিক থেকে নয়, বরং অর্থনীতি থেকে সামাজিক উন্নয়ন— সব দিক থেকেই ভারত আবার মহান হয়ে উঠবে।” ভারতীয় সভ্যতার অতীত গৌরব মনে করিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, “আমরা অত্যন্ত প্রগতিশীল ছিলাম। (এরপরেও) আমরা অন্যান্য সভ্যতা বা তাদের মন্দির আক্রমণ করিনি।" এর পরেই প্রতিশোধ কেন প্রয়োজন তার ব্যাখ্যা দেন ডোভাল। বলেন, "যেহেতু নিজেদের নিরাপত্তার বিষয়ে আমরা সচেতন ছিলাম না, তাই ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে।"

প্রশ্ন তোলেন, "আমরা কি সেই শিক্ষা পেয়েছি? প্রতিশোধ কখনওই ভালো নয়, তবে কখনও কখনও এটি একটি বিশাল শক্তি হতে পারে। আমাদের ইতিহাসের প্রতিশোধ নিতে হবে।” পাশাপাশি অতীত গৌরব ফেরাতে তথা দেশগঠনে নতুন প্রজন্মকে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার দিল্লিতে ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ডোভাল।
  • অনুষ্ঠানে উপস্থিত তিন হাজার তরুণের উদ্দেশে ডোভাল বলেন, "ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে।"
Advertisement