স্বাধীনতার ৭৮ বছর পর প্রথমবার সাউথ ব্লক থেকে সরে নতুন ঠিকানায় যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর। গত বছরের আগস্ট মাসেই এই তথ্য প্রকাশ্যে এসেছিল। সেন্ট্রাল ভিস্তার ‘এক্সিকিউটিভ এনক্লেভট’-এর নতুন ঠিকানায় যাচ্ছে পিএমও। প্রধানমন্ত্রীর নতুন দপ্তরের নাম ‘সেবাতীর্থ’। সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকেই নতুন দপ্তরে স্থানান্তরিত হতে পারেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
রাইসিনা হিলের কাছে ‘এক্সিকিউটিভ এনক্লেভট’-এ তিনটি ভবন রয়েছে। গোটা কমপ্লেক্সটির নামকরণ করা হয়েছে ‘সেবাতীর্থ’। তার মধ্যে একটিতে রয়েছে প্রধানমন্ত্রীর নতুন এই দপ্তর, যার নাম ‘সেবাতীর্থ-১’। অন্য দু’টি ভবনের নাম ‘সেবাতীর্থ-২’ এবং ‘সেবাতীর্থ-৩’। সেগুলি যথাক্রমে ক্যাবিনেট সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দপ্তর হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কেন নামকরণ করা হল 'সেবাতীর্থ'? সরকারি সূত্রের খবর, 'জনসেবা' বা 'সেবা'র চেতনা থেকেই এই সিদ্ধান্ত।
সাউথ ব্লক এবং নর্থ ব্লককে মিউজিয়াম বা সংগ্রহশালায় (যুগ যুগিন ভারত সংগ্রহালয়) পরিণত করা হবে, ইতিমধ্যে ঘোষণা করেছে সরকার। এই প্রকল্প রূপায়নে জাতীয় জাদুঘর এবং ফ্রান্স জাদুঘর উন্নয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মিউজিয়ামে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। এছাড়াও জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষার এক ঝলক উপস্থাপন করা হবে।
