shono
Advertisement
ISRO

নতুন বছরের শুরুতেই ধাক্কা ইসরোর, মহাকাশে হারিয়ে গেল প্রতিরক্ষার 'অন্বেষা'-সহ ১৬টি উপগ্রহ

এখনই ইসরোর তরফে এই মিশনকে ব্যর্থ বলে ঘোষণা করা হয়নি।
Published By: Anwesha AdhikaryPosted: 02:15 PM Jan 12, 2026Updated: 02:15 PM Jan 12, 2026

গত বছরে একের পর এক সফল উৎক্ষেপণ করেছে ইসরো। কিন্তু নতুন বছরের শুরুতে বড়সড় ধাক্কা খেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। সোমবার সকালে পিএসএলভি-সি৬২ রকেটের মাধ্যমে ১৬টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়। উৎক্ষেপণের শুরুতে সব ঠিক থাকলেও আচমকা তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা যায়। সম্ভবত মহাকাশে হারিয়ে গিয়েছে ১৬টি উপগ্রহ।

Advertisement

সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে পিএসএলভি-সি৬২ রকেট। গতবছর অবশ্য ইওএস-০৯ নামে এক কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে গিয়ে ব্যর্থ হয় এই রকেট। সেই ব্যর্থতা ভুলে নতুন মিশন শুরু হয়েছিল নতুন বছরে। ইসরোর তরফে জানা গিয়েছে, উৎক্ষেপণের প্রথম কয়েক মিনিট একেবারে পরিকল্পনামাফিক মসৃণ গতিতে এগিয়েছিল পিএসএলভি-সি৬২ রকেট। কিন্তু তৃতীয় পর্যায়ে গিয়ে রকেটটি আচমকাই গতিপথ বদলে ফেলে।

তবে এই সমস্যা দেখা দিলেও এখনই ইসরোর তরফে এই মিশনকে ব্যর্থ বলে ঘোষণা করা হয়নি। চেয়ারম্যান ভি নারায়ণন জানান, ১৬টি উপগ্রহ নিয়ে ঠিক সমস্যা হয়েছে সেটা খতিয়ে দেখা হবে। যাবতীয় তথ্য পরে জানানো হবে। তবে বিশ্লেষকদের মতে, পিএসএলভি-সি৬২ রকেটে উৎক্ষেপণের পর তৃতীয় পর্যায়ে গিয়ে সমস্যা দেখা দিলে সেই মিশনকে ব্যর্থ বলেই ধরে নিতে হবে। রকেটের সঙ্গে থাকা ১৬টি উপগ্রহও মহাশূন্যে হারিয়ে গিয়েছে বলেই অনুমান।

উল্লেখ্য, গতবছর পিএসএলভি রকেটের মাধ্য়মে একবার উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই মিশন মুখ থুবড়ে পড়ে। তার আগে আরও তিনবার ধাক্কা খেয়েছে পিএসএলভি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ। নতুন বছরে যে ১৬টি উপগ্রহ মহাকাশে পাঠানোর মিশন ছিল পিএসএলভি রকেটের, তার মধ্যে অন্যতম 'অন্বেষা'। ডিআরডিওর তৈরি এই কৃত্রিম উপগ্রহর মাধ্যমে প্রতিরক্ষা বিভাগের নজরদারি আরও জোরদার হত। কিন্তু সেই প্রচেষ্টা আপাতত ব্যর্থ। যদিও ইসরোর তরফ থেকে এখনও এই মিশনকে ব্যর্থ বলে ঘোষণা করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement