shono
Advertisement
Nitish Kumar

এবার ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ! ভোটের বিহারে খয়রাতির বন্যা নীতীশের

১ আগস্ট থেকেই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন বিহারবাসী।
Published By: Kishore GhoshPosted: 11:02 AM Jul 17, 2025Updated: 11:42 AM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটযুদ্ধ জিততে 'খয়রাতির রাজনীতি'তে সমস্ত দলকে পিছনে ফেলছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার তিনি ঘোষণা করলেন, রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে। এর ফলে উপকৃত হবে রাজ্যের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার। মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার এক্স হ্যান্ডেলে এই বার্তা দেন নীতীশ। এছাড়াও এদিন গরিব পারিবারগুলির জন্য সৌরশক্তি প্রকল্প 'কুটির জ্যোতি যোজনা' ঘোষণা করেন তিনি।

Advertisement

নীতীশ জানিয়েছেন ১ আ্রগস্ট থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাবেন বিহারবাসী। সমাজমাধ্যমের পোস্টে জেডিইউ নেতা লিখেছেন, "শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ১ অগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।" পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী জানান, ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পে গরিব পরিবারগুলির বাড়িতে সৌর প্যানেল বসানোর খরচ বহন করবে সরকার।

বিহারে বিধানসভা ভোটের মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতীশ। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনের কথাও ঘোষণা করেছন আরজেডি নেতা। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণদের ৪০০০ টাকা এবং স্নাতকদের ৬০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্যের সম্ভাবনাময় তরুণদের ‘ইন্টার্নশিপ’ হিসাবে এই অর্থ দেওয়া হবে। এর আগে বিধবা এবং বয়স্কদের পেনশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছিলেন নীতীশ। যা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবারের নির্বাচনে কংগ্রেস, আরজেডির পাশাপাশি নীতীশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জনসূরজও। রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক বছরে দফায় দফায় পালটির জেরে নীতীশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুন্ন হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ইস্যুকে হাতিয়ার করে নীতীশ সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে বিরোধী শিবির। এই অবস্থায় ভোট বৈতরণী পার করতে খয়রাতির বন্যা বইয়ে দিচ্ছেন বহু দিনের পোড় খাওয়া রাজনীতিবিদ নীতীশ কুমার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহারে বিধানসভা ভোটের মুখে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা করছেন নীতীশ।
  • চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন।
Advertisement