সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। রাজধানীর দূষণ যন্ত্রণা লাঘব করতে এমনই কড়া পদক্ষেপ দিল্লির বিজেপি সরকারের। দূষণ রুখতে ম্যারাথন বৈঠকের পর দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং শেরশাহ জানিয়ে দিলেন, শুধু জ্বালানি তেল দেওয়া বন্ধ নয়, বাইরে থেকে আসা ১৫ বছরের পুরনো কোনও গাড়িকে ঢুকতে দেওয়া হবে না দিল্লিতে।
দূষণ যন্ত্রণায় দীর্ঘ বছর ধরে নাজেহাল রাজধানী দিল্লি। প্রতি বছর এই ইস্যুতে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার নিলেও দূষণের বাস্তব সুরাহা অধরাই ছিল। এই সমস্যা সুর করতে শনিবার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং শেরশাহ। এর পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন আপ সরকারকে নিশানা করে তিনি বলেন, "দূষণ হোক বা জল, বিগত সরকার কোনও সমস্যার কোনও সুরাহা করেনি। আমরা দেখেছি দূষণের রুখতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা ব্যবহারই করা হয়নি।"
এরপরই মন্ত্রী বলেন, "আমরা একাধিক পদক্ষেপ নিয়েছি দূষণ কমানোর জন্য। যা ভবিষ্যতে লাগু হবে। বায়ুদূষণ রুখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১৫ বছরের পুরনো যেসব গাড়ি রয়েছে সেগুলি আর পাম্পে গিয়ে জ্বালানি তেল পাবেন না। আগামী ৩১ মার্চ থেকে লাগু হবে এই নিয়ম। আমরা বিশেষ ধরনের যন্ত্র পেট্রোল পাম্পে বসাচ্ছি। যে যন্ত্র ১৫ বছরের পুরনো গাড়িকে চিহ্নিত করবে এবং তাতে তেল যাবে না। ইতিমধ্যেই আমরা ৮০ শতাংশ পেট্রোল পাম্পে এই যন্ত্র বসিয়েছি। শীঘ্রই ১০০ শতাংশ পাম্পে এটা বসে যাবে। শুধু তাই নয়, এই ধরনের গাড়িকে চিহ্নিত করতে বিশেষ দল গঠন করা হবে। বাইরে থেকে আসা পুরনো গাড়িকে ঢুকতে দেওয়া হবে না দিল্লিতে।
এছাড়া মন্ত্রী বলেন, দূষণ রুখতে দিল্লির সমস্ত বড় নির্মাণক্ষেত্র, বিমানবন্দর, বড় অফিস, হোটেলে অ্যান্টি স্মোকগান লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। ক্লাউড সিডিং করাতে যা যা অনুমতির প্রয়োজন হয় তা আমরা নেব। এবং নিশ্চিত করব দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে গেলে যাতে কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করা যায়। এখানেই শেষ নয়, দিল্লিতে বেশি বেশি করে গাছ লাগাতে পড়ুয়াদের উৎসাহী করা হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিয়ে এই কাজটি করা হবে গাছ লাগালে সরকারের তরফে পড়ুয়াদের সার্টিফিকেট দেওয়ারও উদ্যোগ নেওয়া হবে।
