সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় বড়সড় স্বস্তি উদয়নিধি স্ট্যালিনের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এই ইস্যুতে নতুন করে কোনও অভিযোগ দায়ের করা যাবে না ডিএমকে নেতার বিরুদ্ধে। অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদও বাড়িয়েছে শীর্ষ আদালত। উদয়নিধির বিরুদ্ধে যতগুলি এফআইআর দায়ের হয়েছে, সেগুলি একত্রিত করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উদয়নিধি স্ট্যালিন বলেছিলেন, “আমাদের প্রথম কাজ বিরোধিতা নয়, সনাতন ধর্মের আদর্শকে মুছে ফেলা। সনাতন প্রথা সামাজিক ন্যায় ও সাম্যের বিরোধী।” তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী আরও বলেন, "করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গির বিরোধিতা নয়, তাদের নিশ্চিহ্ন করা দরকার, তেমনই সনাতন আদর্শকেও মুছে ফেলা দরকার।" উদয়নিধির এই বক্তব্য নিয়েই তোলপাড় শুরু হয় গোটা দেশে। হিন্দুত্ববাদীদের বক্তব্য, পেরিয়ারের রাজনীতির সুরেই কথা বলে সনাতন ধর্মকে অপমান করেছেন উদয়নিধি।
যদিও উদয়নিধি পরে জানান, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। তাই নিজের মন্তব্য নিয়ে মোটেই ক্ষমা চাইবেন না তিনি। বিতর্কিত মন্তব্য করার জেরে দেশজুড়ে একাধিক অভিযোগ দায়ের হয় ডিএমকে নেতার বিরুদ্ধে। দিনকয়েক আগে বিহারে ফের নতুন একটি এফআইআর দায়ের হয়। তারপরেই শীর্ষ আদালতে উদয়নিধি আবেদন জানান, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি যেন একত্রিত করে বিচার করা হয়। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ছে, এইভাবে নতুন নতুন অভিযোগ দায়ের করা যায় না। তাই আদালতের অনুমতি ছাড়া উদয়নিধির বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা যাবে না।
কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, নুপুর শর্মার মতো স্পর্শকাতর মন্তব্য করেছেন উদয়নিধি। তার বিরোধিতা করেন উদয়নিধির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তবে শীর্ষ আদালত জানিয়েছে, কার মন্তব্য বেশি স্পর্শকাতর সেই নিয়ে মন্তব্য করা যায় না। তবে এই মর্মে নতুন করে কোনও অভিযোগ দায়ের করা যাবে না বলে সাফ জানিয়েছে সুপ্রিম কোর্ট।
