shono
Advertisement

উচ্চাশার চাপ! কোটায় একই দিনে আত্মঘাতী ডাক্তারির প্রস্তুতি নেওয়া দুই পডুয়া

দু'মাসে উচ্চাশার চাপে বলি ৯!
Posted: 11:08 AM Jun 28, 2023Updated: 11:10 AM Jun 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিডাল ডেস্ক: প্রত্যাশার চাপ কতটা নির্মম তা উঠে এসেছিল অমির খান এবং করিনা কাপুর অভিনীত ‘ত্রি ইডিয়েটস’ ছবিতে। ওই বলি ছবিতে আত্মঘাতী হন দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া যুবক। রাজস্থানের (Rajasthan)  কোটা (Kota) শহরে দিনের পর দিন সেই ঘটনাই ঘটে চলেছে বলে অভিযোগ। মঙ্গলবার সেখানে আত্মঘাতী হয়েছেন ডাক্তারির প্রস্তুতি নেওয়া দুই পড়ুয়া। গত দুই মাসে প্রত্যাশার চাপে বলি হলেন ৯ জন যুবক!

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ছাত্রের একজনের নাম মেহুল বৈষ্ণব। বাড়ি উদয়পুরে। গত দু’মাস হল নিট (NEET) পরীক্ষার প্রস্তুতি নিতে কোটায় একটি হস্টেলে থাকছিলেন তিনি। ভরতি হয়েছিলেন একটি কোচিং সেন্টারে। হস্টেলে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন মেহুল। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন আদিত্য নামের আরও এক ছাত্র। তিনিও মাস দু’য়েক আগে কোটার কোচিং সেন্টার ভরতি হয়েছিলেন। মঙ্গলবার একইভাবে আত্মঘাতী হন আদিত্য। এই নিয়ে গত দুই মাসে ৯ জন পড়ুয়া আত্মঘাতী হলেন কোটায়। মে মাসে চরম সিদ্ধান্ত নেন ৫ জন। জুন মাসে মৃত ৪ জন।

[আরও পড়ুন: বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ, নয়ডার ভেঙে ফেলা জোড়া বহুতলের প্রোমোটার গ্রেপ্তার]

কোটাতে ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা এই প্রথম নয়। একের পর এক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, আর সেই সঙ্গেই কোটাতে পাল্লা দিয়ে বেড়েছে আত্মহত্যার ঘটনা। কারণ একটাই, প্রতিযোগিতামূলক কঠিন পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়া। কোটার কোচিং সেন্টারগুলির কথা মাথায় রেখে বিশেষ আইন আনার কথা ভাবছে রাজস্থান সরকার। পাশাপাশি কোচিং সেন্টারে ভরতি হওয়ার আগেই একটি প্রবেশিকা পরীক্ষার কথাও ভাবা হচ্ছে। ওই পরীক্ষায় পরখ করা হবে, নির্দিষ্ট ছাত্রটি আদৌ পরবর্তী কঠিন পরীক্ষার জন্য মানসিকভাবে তৈরি কিনা।

[আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরালো সওয়াল মোদির, মাঝরাতে বৈঠকে মুসলিম ল বোর্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement