সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোমগার্ডের শূন্যপদ মাত্র ১৮৭, পরীক্ষার্থী ৮ হাজারেরও বেশি। কোথায় হবে পরীক্ষা কেন্দ্র? না কোনও স্কুল বা কলেজ নয়! সবাই একসঙ্গে বসে পরীক্ষা দিলেন বিমানের রানওয়েতে। এমনই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত ওড়িশায়। এরপরেই আক্রমণের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরাসরি আক্রমণ করেছে বাংলার শাসকদল তৃণমূল।
সমাজ মাধ্যমে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, সম্বলপুরের রানওয়েতে বসে পরীক্ষা দিচ্ছেন হাজার হাজার পরীক্ষার্থী। জানা গিয়েছে, ডিসেম্বরের ১৬ তারিখ সম্বলপুরের রানওয়েতে এই পরীক্ষা নেওয়া হয়েছে। এই ঘটনায় দ্রুত আসরে নেমেছে বাংলার শাসকদল। বিজেপি শাসিত ওড়িশার চাকরির অবস্থা তুলে ধরে সরকারকে সরাসরি তোপ দেগেছে তৃণমূল।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, 'এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এটা বিজেপি শাসিত ওড়িশা। এমবিএ এবং এমসিএ পাশ করা ৮ হাজারের বেশি চাকরিপ্রার্থী ১৮৭টি হোমগার্ড পদের জন্য পরীক্ষা দিয়েছে। এটাই বিজেপির ডবল ইঞ্জিন সরকারের আসল সত্য।' পোস্টে আরও লেখা হয়েছে, 'হাতে ডিগ্রি আছে কিন্তু কাজ নেই। বেকারত্ব দুর্ঘটনা নয়, এটা বিজেপির সাফল্য।'
পিটিআই জানিয়েছে, বিপুল সংখ্যক প্রার্থীর কথা মাথায় রেখে, সম্বলপুর জেলা পুলিশ, রানওয়েতে লিখিত পরীক্ষাটির ব্যবস্থা করে। জানা গিয়েছে, এই রানওয়ে খুব বেশি ব্যবহার হয় না। প্রশাসন জানিয়েছে, "সুষ্ঠু নিয়োগের জন্য, পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে, পাশাপাশি ড্রোনও মোতায়েন করেছে যাতে ঘটনাস্থলে আকাশ থেকে পর্যবেক্ষণ করা এবং শৃঙ্খলা নিশ্চিত করা যায়।"
জানা গিয়েছে, ১৮৭টি হোমগার্ড পদের জন্য পরীক্ষা দিতে আসা প্রার্থীদের মধ্যে অনেকেই এমবিএ এবং এমসিএ পাশ করা যুব। জানা গিয়েছে, ওড়িশার হোমগার্ড পদের কর্মীরা দিনে ৬৩৯ টাকা পারিশ্রমিক পান। এই পরীক্ষার জন্য সকাল ৬টায় আসেন সকল পরীক্ষার্থী। সকাল ৯টায় শুরু হয় পরীক্ষা।
