shono
Advertisement
Mamata Banerjee

'কাশ্মীরের কথা ভেবেছেন', প্রতিনিধিদল পাঠানোয় মমতাকে ধন্যবাদ ওমরের

কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক, আর্জি তৃণমূলের সদস্যদের।
Published By: Subhajit MandalPosted: 12:42 PM May 22, 2025Updated: 02:54 PM May 22, 2025

নন্দিতা রায়: পহেলগাঁও হামলা এবং যুদ্ধ পরিস্থিতিতে বিধ্বস্ত কাশ্মীরে প্রতিনিধিদল পাঠানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জম্মু-কাশ্মীরের সীমান্তে পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারের কথা তৃণমূলনেত্রী যে ভেবেছেন তাতে আপ্লুত ওমর। আগামীদিনে বাংলার সঙ্গে জম্মু-কাশ্মীরের সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির মজবুত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

Advertisement

বুধবার, শ্রীনগরে পৌছানোর পরেই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা ওমরের বাসভবনের অন্দরের দপ্তরে গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। প্রায় দেড় ঘন্টার বেশি সময়ের দীর্ঘ বৈঠকে ওমর, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং সেখানকার মন্ত্রিসভার চার সদস্য তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যদের পুঞ্চ ও রাজৌরির মানুষদের অবস্থা সম্পর্কে বিশদে অবহিত করেছেন। সেইসময়েই বাংলার মুখ্যমন্ত্রী যে তাদের কথা ভেবেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ বলেও মন্তব্য করেছেন তিনি।

বাংলার সঙ্গে জম্মু-কাশ্মীরের যে আলাদা টান রয়েছে সেই বিষয়টিও তিনি উল্লেখ করেন এবং আগামীদিনে দুই রাজ্যের মধ্যে কিভাবে সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে প্রাথমিকস্তরে কথাবার্তাও হয়েছে। বৈঠকে প্রসঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের সদস্য ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, "ওমরের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে। উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠকের নির্যাস আমার দলনেত্রীকে জানিয়েছি।"

বৃহস্পতিবার দুপুরে পুঞ্চের উদ্দেশে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। সেখানে চার ঘন্টা সময় অতিবাহিত করবেন বলেই ঠিক হয়েছে। পুঞ্চে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন, সাধারণ মানুষ, সেখানকার জন প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। পুঞ্চে রওনা হওয়ার আগে তৃণমূলের প্রতিনিধিদলের সদস্য মানস ভুঁইয়া বলছেন, "পুঞ্চ ও রাজৌরির মানুষের জীবন সংগ্রামে তাঁদের পাশে থাকার বার্তা দিতে আমরা যাচ্ছি। এখানকার মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কীভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায়, সেটা সবার দেখা উচিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলা এবং যুদ্ধ পরিস্থিতিতে বিধ্বস্ত কাশ্মীরে প্রতিনিধিদল পাঠানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
  • জম্মু-কাশ্মীরের সীমান্তে পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারের কথা তৃণমূলনেত্রী যে ভেবেছেন তাতে আপ্লুত ওমর।
  • আগামীদিনে বাংলার সঙ্গে জম্মু-কাশ্মীরের সহযোগিতার সম্পর্ক বৃদ্ধির মজবুত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
Advertisement