shono
Advertisement
Operation Sindoor

অপারেশন সিঁদুর ট্রেলার, সময়ে এলে দেখানো হবে পুরো ছবি! হুঙ্কার রাজনাথের, আরও বড় প্রত্যাঘাত?

একরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 03:42 PM May 16, 2025Updated: 04:46 PM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর পাকিস্তানের 'জঙ্গিবাদে'র মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছে ভারত। দেশের মেয়েদের সিঁদুরে হাত দিলে কী ভয়ংকর পরিণতি হয়, তা অপারেশন সিঁদুরের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দিয়েছে ভারত। একরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। নিকেশ করা হয় শতাধিক জঙ্গিকে। কিন্তু এটা কিছুই নয়। শুধু 'ট্রেলার'। অপারেশন সিঁদুর (Operation Sindoor) আপাতত স্থগিত। বন্ধ হয়ে যায়নি। সময় এলে পুরো ছবি দেখানো হবে বিশ্বকে। শুক্রবার গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে পাকিস্তানকে এমনই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তাহলে কি আরও বড় প্রত্যাঘাতের নীল নকশা তৈরি করছে দিল্লি?

Advertisement

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নৃশংস হামলা চালিয়েছিল লস্কর জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে গুলিতে ঝাঁজরা করে দিয়েছিল ২৫ পর্যটককে। তাঁদের বাঁচাতে গিয়ে প্রাণ যায় এক কাশ্মীরি যুবকের। নিহতদের স্ত্রীদের জঙ্গিরা বলেছিল, যাও গিয়ে মোদিকে বলো। এই হামলার ১৫ দিনের মাথায় সন্ত্রাসবাদীদের মোক্ষম জবাব দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ মে মাঝরাতে জঙ্গিদের আঁতুড়ঘর পাকিস্তানে আঘাত হানে ভারতীয় সেনা। পালটা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তান। তাদের ড্রোন হামলা প্রতিহত করে ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের মারে বিধ্বস্ত হওয়ার পর আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তান। তারপর সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির বিনিময়ে ইসলামাবাদের মিনতিতে সাড়া দেয় দিল্লি। ১০ মে সম্মতি জানানো হয় সংঘর্ষবিরতির।

১২ মে জাতির উদ্দেশে ভাষণে মোদি জানিয়েছিলেন, "পাকিস্তান ভারতের ক্ষমতা টের পাওয়ার হামলা থামানোর আর্জি জানিয়েছিল। ওরা প্রতিশ্রুতি দিয়েছে নিজেদের এহেন কর্মকাণ্ড বন্ধ রাখার। তারপরই আমরা সংঘর্ষবিরতিতে রাজি হয়েছি। তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা আপাতত এই অভিযান স্থগিত রেখেছি।” আজ সেই কথা মনে করিয়ে দিয়েই রাজনাথ বলেন, "ভারত কী কী করতে পারে, অপারেশন সিঁদুর শুধু তার ট্রেলার। এই অভিযান বন্ধ হয়ে যায়নি। সঠিক সময় এলে আমরা বিশ্বকে গোটা সিনেমা দেখাবো। পাকিস্তান যদি ফের উস্কানিমূলক কোনও কাজ করে তাহলে কঠোরতম শাস্তি পাবে। আমরা কিছু সময়ের জন্য পাকিস্তানকে নজরে রাখছি। যদি ওরা নিজেদের স্বভাব বদলায় তাহলে ভালো। না হলে ভয়ংকর ফল ভুগতে হবে।"

ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে পাকিস্তানকে সাবধান করে এদিন রাজনাথ বলেন, "ব্রহ্মস মিসাইলের ক্ষমতা পাকিস্তান বুঝে গিয়েছে। আমাদের দেশে একটা কথা খুব বলা হয়, দিনে তারা দেখিয়ে দেওয়া। ভারতে তৈরি ব্রহ্মস মিসাইল পাকিস্তানকে রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়ে দিয়েছে।" অপারেশন সিঁদুরে ভারতীয় জওয়ানরা যে শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছে ভুজ এয়ারবেসে গিয়ে তাঁর ভূয়সী প্রশংসা করেন রাজনাথ। ভারতের অভিযানে বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। নিহত হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১৪ সদস্য। কিন্তু এটাই যে শেষ নয়, সেই কথাই আজ বুঝিয়ে দিলেন রাজনাথ। পাকিস্তানের প্রতিটা গতিবিধির উপর যে নজর রাখা হচ্ছে তা তাঁর কথা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। কোনও উস্কানিমূলক কিছু ঘটলেই আরও প্রত্যাঘাত করা হবে তা সাফ বলে দিলেন প্রতিরক্ষামন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একদিনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। নিকেশ করা হয় শতাধিক জঙ্গিকে।
  • কিন্তু এটা কিছুই নয়। শুধু 'ট্রেলার'। অপারেশন সিঁদুর আপাতত স্থগিত। বন্ধ হয়ে যায়নি।
  • সময় এলে পুরো ছবি দেখানো হবে বিশ্বকে। শুক্রবার গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে পাকিস্তানকে এমনই হুঙ্কার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Advertisement