নন্দিতা রায়, নয়াদিল্লি: শুক্রবার থেকে শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনে মহাকুম্ভ নিয়ে বিরোধীদের প্রশ্নবাণের সম্মুখীন হতে হবে সরকারপক্ষকে। যার সূচনা আজ বৃহস্পতিবারের সর্বদল বৈঠক থেকেই শুরু করে দিয়েছেন বিরোধী সাংসদরা। এদিনের বৈঠকে, তৃণমূল কংগ্রেস, সমাজাবাদী পার্টি এবং জেডিইউর মতো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রয়াগরাজের কুম্ভমেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে শুরু করে একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তোপ দেগেছে।
তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যের গঙ্গাসাগর মেলার সঙ্গে কুম্ভমেলার তুলনা টেনে বৈঠকে বলেছেন, ''আমাদের গঙ্গাসাগর মেলাকে দেখুন। কুম্ভমেলায় ভিআইপিদের দিকে নজর দিতে গিয়ে সাধারণ মানুষকে অবহেলা করা হয়েছে।'' এদিকে সমাজবাদী পার্টির রাজ্যসভার দলনেতা রামগোপাল যাদবের অভিযোগ, কুম্ভমেলা নিয়ে সরকার সত্য গোপন করছে। সত্য সামনে আসুক এই দাবিতে সরব হয়েছেন তিনি। আরজেডি সাংসদ মনোজ ঝাও কুম্ভমেলায় প্রাণহানি নিয়ে সরকাররে দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। অধিবেশন শুরুর আগেই কুম্ভ নিয়ে বিরোধীরা যেভাবে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছে তাতে অধিবেশনেও এই নিয়ে ঝড় উঠবে বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। দুর্ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকার, কেন্দ্র সরকার-সহ সব রাজ্যের সরকারকে পক্ষ হিসাবে তুলে ধরে কুম্ভের দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে।
