সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে কুম্ভমেলা স্পেশাল ট্রেনে হামলা! ঝাঁসির কাছে হরপালপুর স্টেশনে আচমকা ট্রেনে ইট, পাথর ছোড়ার অভিযোগ উঠল একদল যাত্রীর বিরুদ্ধে। এর ফলে ওই ট্রেনের বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। কেউ আহত না হলেও এমন ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। হামলার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কিন্তু কী কারণে হামলা হল কুম্ভমেলা স্পেশাল ট্রেনে?
প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যার্থীদের পৌঁছে দিতে দেশের সব প্রান্ত থেকে কুম্ভমেলা স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। তেমনই উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে প্রয়াগরাজ অবধি চালানো হচ্ছে বেশ কয়েকটি বিশেষ ট্রেন। তেমন একটি ট্রেনেই হামলা হয়েছে। ঝাঁসি থেকে সময় মতোই পুণ্যার্থীদের নিয়ে যাত্রা করেছিল মহাকুম্ভ স্পেশাল ট্রেনটি। রাত ২টো নাগাদ হরপালপুর স্টেশনে পৌঁছতেই সেটিকে লক্ষ্য করে একের পর এক ইট, পাথর উড়ে আসে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ইট ও পাথরের আঘাতে ভেঙে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরার জানলা ও দরজার কাচ। আসলে ট্রেন সময় মতো প্লাটফর্মে পৌঁছালেও অধিকাংশ দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষা পর ট্রেনে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বিক্ষুব্ধ যাত্রীরাই রাগে ইট, পাথর ছুড়তে শুরু করেন ট্রেনে। এমনকী লাঠি নিয়েও হামলা চালান তাঁরা। এর ফলে ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মহিলা ও শিশুরা কান্নাকাটি শুরু করে। যদিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরপিএফ। রেলের মুখপাত্র মনোজ সিং পুণ্যার্থীদের অনুরোধ করেছেন, "আপনারা এ ধরনের ঘটনা থেকে বিরত থাকুন।" মহাকুম্ভে যাওয়ার জন্য পর্যাপ্ত ট্রেন রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।
