shono
Advertisement

Breaking News

মহিষাসুর রূপে প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক

ঘাবড়ে গিয়েছে বিজেপি, দাবি কংগ্রেসের। The post মহিষাসুর রূপে প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:27 PM Feb 04, 2019Updated: 05:27 PM Feb 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে প্রবেশের পর থেকেই তাঁকে নানাভাবে আক্রমণ করা শুরু করেছে বিজেপি। কখনও তাদের আক্রমণের হাতিয়ার কংগ্রেসের পরিবারতন্ত্র, আবার কখনও সরাসরি প্রিয়াঙ্কাকে ব্যক্তিগত আক্রমণ। বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং এর আগে সরাসরি প্রিয়াঙ্কা গান্ধীকে শূর্পনখার সঙ্গে তুলনা করেছিলেন। এবার উত্তরপ্রদেশেরই বারাবাঁকিতে একটি পোস্টারে প্রিয়াঙ্কাকে বর্ণনা করা হয়েছে মহিষাসুর হিসেবে।

Advertisement

বারাবাঁকিতে যে পোস্টারগুলি লাগানো হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি দুর্গাপ্রতিমার ছবি। মহিষাসুরের মুখ বিকৃতি করে প্রিয়াঙ্কা গান্ধীর মুখ বসানো হয়েছে। এবং দেবী দুর্গার মুখের জায়গায় বসানো হয়েছে স্থানীয় বিজেপি সাংসদ প্রিয়াঙ্কা রাওয়াতের ছবি। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা সাংসদ প্রিয়াঙ্কা রাওয়াতের অনুগামীরাই এই কাজ করেছেন। যদিও খোদ বিজেপি সাংসদ জানিয়েছেন, এই পোস্টার সম্পর্কে কোনও তথ্য তাঁর কাছে নেই। সংবাদমাধ্যমেই প্রথমবার এই ছবি দেখেছেন। তাঁর অনুগামীরা এই কাজ করে থাকলে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।

কংগ্রেস নেতাদের দাবি, প্রিয়াঙ্কার প্রবেশ যে উত্তরপ্রদেশের রাজনীতিতে আলোড়ন ফেলেছে তা বোঝা যাচ্ছে বিজেপি নেতাদের একের পর এক আচরণে। এর আগে সুরেন্দ্র সিংয়ের বয়ান এবং তারপরে এই পোস্টার। দুই ঘটনায় বুঝিয়ে দিচ্ছে বিজেপি ভয় পাচ্ছে। উত্তরপ্রদেশ কংগ্রেস প্রিয়াঙ্কার সমর্থনে ব্যাপক প্রচারও করছে। তাদের দাবি, বিজেপি যত কুৎসা করবে, ততই লাভ হবে কংগ্রেসের। উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কার ‘আঁধি’ আসতে চলেছে, আর তাতেই ঘাবড়ে গিয়েছে বিজেপি।

 

The post মহিষাসুর রূপে প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement