সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা। তার মধ্যেই উরির ধাঁচে কাশ্মীরের সেনা ছাউনিতে হামলার চেষ্টা করল জঙ্গিরা! জানা গিয়েছে, জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা হয় শনিবার রাতে। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। তারপর সেনা ছাউনি ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। আপাতত তাদের খোঁজে চলছে তল্লাশি।
ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পসের তরফে জানানো হয়, নাগরোটা মিলিটারি স্টেশনের কাছে কিছু সন্দেহজনক গতিবিধি আঁচ করা গিয়েছে। কর্তব্যরত সেন্ট্রি সেটি খেয়াল করে গুলি চালান। পালটা গুলি উড়ে আসে অপর দিক থেকেও। বেশ কিছুক্ষণ ধরে দু'পক্ষের গুলির লড়াই। কর্তব্যরত সেন্ট্রি আহত হন। তার মধ্যেই হামলাকারী পালিয়ে যায়। আপাতত তাদের খোঁজে চলছে তল্লাশি।
শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। কিন্তু সওয়া আটটা থেকে ফের গুলিবর্ষণ শুরু করে পাক সেনা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উধমপুরে পাক ড্রোন হামলা আটকছে ভারত। এছাড়াও শ্রীনগর, জম্মুর একাধিক জায়গায় গুলি এবং বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। রাজস্থানের বারমের, জয়সলমের এবং পাঞ্জাবের ফিরোজপুরে ব্ল্যাক আউট করা হয়েছে। অন্ধকার করে দেওয়া হয়েছে কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাও। পাক ড্রোন উড়তে দেখা গিয়েছে গুজরাটের কচ্ছে।
এহেন পরিস্থিতিতে নাগরোটার সেনা ছাউনিতে হামলাকে অনেকেই জঙ্গি হানা হিসাবে অনুমান করছেন। তবে এখনও জানা যায়নি হামলাকারীদের পরিচয়। আদৌ তারা জঙ্গি কিনা সেই বিষয়টিও এখনও নিশ্চিত করা যায়নি। তবে এই ঘটনায় অনেকেরই মনে পড়ছে উরির স্মৃতি। ২০১৬ সালে উরির সেনা ছাউনিতে হামলা চালায় জইশ জঙ্গিরা। ১৯ জন সেনা শহিদ হন। গুলির লড়াইয়ে নিকেশ করা হয় ৪ জঙ্গিকেও। তবে নাগরোটায় এখনও কারোওর মৃত্যুর খবর মেলেনি।
