shono
Advertisement
Punjab

কোটি টাকার বাড়ি, বিলাসবহুল গাড়ি-বাইক, পাঞ্জাবে গ্রেপ্তার 'ইনস্টাগ্রাম ক্যুইন' কনস্টেবল

মাদক-সহ ধরা পড়ায় আগেই বরখাস্ত করা হয়েছিল আমনদীপ কউরকে।
Published By: Kishore GhoshPosted: 08:45 PM May 27, 2025Updated: 08:52 PM May 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব পুলিশের কনস্টেবলের পদে ছিলেন তিনি। যদিও সমাজমাধ্যম এই সুন্দরী তরুণীকে 'ইনস্টাগ্রাম ক্যুইন' হিসাবে চেনে। তাঁর জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম 'থার ওয়ালি কনস্টেবল'। মাদক-সহ ধরা পড়ায় আগেই তাঁকে বরখাস্ত করেছিল পাঞ্জাব পুলিশ। যদিও তাতে বিলাসবহুল জীবনযাপনে বাধা পড়েনি। সেই আমনদীপ কউরকে সোমবার গ্রেপ্তার করেছে রাজ্যের মাদকবিরোধী টাস্ক ফোর্স। এইসঙ্গে আমনদীপের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক আফসানা খানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অমনদীপকে। তিনি আফসানার বোন রফতার কাউরের বন্ধু বলে জানা গিয়েছে। শুধু মাদক সম্পর্কিত অভিযোগই নয়, পাঞ্জাব পুলিশের প্রাক্তনের বিলাসী জীবনও নজরে ছিল তদন্তকারীদের। ভাটিন্ডায় ১ কোটি টাকার বাড়ি রয়েছে অমনদীপের। ভাটিন্ডারই ড্রিম সিটিতে তিনি ১৯ লক্ষ টাকা দিয়ে জমি কিনেছেন। একাধিক বিলাসবহুল গাড়ি ও বাইক রয়েছে 'ইনস্টাগ্রাম ক্যুইন'-এর। তার মধ্যে রয়েছে মহিন্দ্রা থার, রয়েল এনফিল্ড মোটর সাইকেল। সূত্রের খবর, গাড়ি ও বাইক ছাড়াও এক লক্ষ টাকা দামের একটি হাতঘড়ি, ৫৬ হাজার টাকার দামের তিনটি ফোন উদ্ধার হয়েছে। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ টাকা।

তদন্তকারীদের দাবি, সাত বছরে ১.৮৮ কোটি টাকা আয় করেছেন আমনদীপ। অন্যদিকে ব্যয় করেছেন ১.৩৯ কোটি টাকা। অর্থাৎ মোট আয়ের অতিরিক্ত ৩১ লক্ষ টাকা ব্যয় করেছেন। এই টাকার উৎস খুঁজছে টাস্ক ফোর্স। উল্লেখ্য, গত মাসে অমনদীপের গাড়ি থেকে ১৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছিল। এরপরেই চাকরি হারান তিনি। এবার আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেপ্তার করা হল ইনস্টাগ্রাম কুইনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবি গায়ক আফসানা খানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অমনদীপ।
  • তদন্তকারীদের দাবি, সাত বছরে ১.৮৮ কোটি টাকা আয় করেছেন আমনদীপ।
Advertisement