shono
Advertisement
Puri Jagannath Temple

বোমায় উড়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির! সোশাল মিডিয়া পোস্টে তীব্র আতঙ্ক

মন্দিরে বোমাতঙ্ক ছড়াতে এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়, জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।
Published By: Sucheta SenguptaPosted: 12:39 PM Jan 21, 2026Updated: 04:18 PM Jan 21, 2026

বোমায় উড়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির! সোশাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্কের পরিবেশ। অতি দ্রুত নিরাপত্তা বাড়িয়ে শুরু হয় তল্লাশি। যদিও কোথাও কোনও বোমা মেলেনি। তদন্তে নেমে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আতঙ্ক ছড়ানো হয়েছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুরী থানার পুলিশ। কীভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে সে এমন পোস্ট করল, তা জানতে তদন্ত শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা। তবে আপাতত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছে পুলিশ। ভক্ত সমাগম নিয়ন্ত্রণের পাশাপাশি তাঁদের আশ্বস্ত করা হয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। একটি ফেসবুক পোস্টে পুরীর জগন্নাথ মন্দিরকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার উপর হামলার হুমকিও ছিল ওই পোস্টে। তা চোখে পড়ামাত্র সাংসদ পুলিশের দ্বারস্থ হন। সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পুরী থানার পুলিশ দেখতে পায়, এক মহিলার অ্যাকাউন্ট থেকে ওই হুমকি পোস্ট করা হয়েছে। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। মহিলা জানান, তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কেউ এই কাজ করেছে। এসব হুমকির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। মহিলার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সাইবার থানায় মামলা দায়ের হয়েছে।

একটি ফেসবুক পোস্টে পুরীর জগন্নাথ মন্দিরকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার উপর হামলার হুমকিও ছিল ওই পোস্টে।

ফেসবুক পোস্টে আতঙ্ক ছড়াতেই পুরীর মন্দির তো বটেই, আশপাশের নিরাপত্তাও অনেকটা বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়া পুরীর পুলিশ সুপারের সঙ্গে নিজে কথা বলেছেন। এই অভিযোগও জানিয়েছেন যে তাঁকে ফোনেও হামলার হুমকি দিয়েছে কেউ বা কারা। এনিয়ে একযোগে তদন্ত চালাচ্ছে পুলিশ ও সাইবার টিম। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement