সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকমাস আগেই যারা হাতে হাত রেখে বন্ধুত্বের শপথ নিয়েছিল, তারাই এখন সমুখ সমরে। বিধানসভা নির্বাচন উপলক্ষে দিল্লির ত্রিমুখী লড়াইয়ে এবার সরাসরি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তির ছুড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানালেন, মিথ্যাচারিতায় নরেন্দ্র মোদির সঙ্গে কোনও ফারাক নেই অরবিন্দ কেজরিওয়ালের। দুজনেই মিথ্যা প্রতিশ্রুতির কারিগর।
২০২৪-এর লোকসভা নির্বাচনে দিল্লিতে আম আদমি পার্টি ও কংগ্রেস জোট বেঁধে লড়লেও, বিধানসভায় সে বন্ধুত্বে কাঁচি পড়েছে। ফলে যুদ্ধের মাঠে কাউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। সেইমতো নির্বাচনী প্রচারে এসে সরাসরি কেজরিকে নিশানায় নিলেন রাহুল। সোমবার সিলামপুরে নির্বাচনী প্রচারে এসে মোদি ও কেজরিকে এক সারিতে রেখে রাহুল অভিযোগ করেন, আপ প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি দুর্নীতি ও দূষণমুক্ত শহরে পরিণত করবেন। দিল্লিতে প্যারিস বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি। তবে উনি দিল্লিকে বসবাসের অযোগ্য এক শহরে পরিণত করেছেন। পাশাপাশি দুর্নীতি এখানে লাগামছাড়া আকার নিয়েছে। অন্যদিকে, মোদীর শাসনে গোটা দেশবাসী ছলনার শিকার।
একইসঙ্গে রাহুল বলেন, বিজেপি-আরএসএসের মতো আম আদমি পার্টিও দলিত, জনজাতিদের সংরক্ষণ দেওয়ার পক্ষপাতী নয়। আদানি ইস্যুতে নরেন্দ্র মোদি যেমন মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন, কেজরিওয়ালও তাই। ফলে এই দুই দলের মধ্যে কোনও ফারাক নেই। তবে রাহুলের তোপের পর পালটা আক্রমণ শানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রাহুলকে তোপ দেগে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি বিরোধী দলনেতার কথার কোনও জবাব দেব না। কারণ আমি দেশ বাঁচানোর লড়াই লড়ছি, আর রাহুল গান্ধী লড়ছেন কংগ্রেসকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে হরিয়না এবং মহারাষ্ট্রে কংগ্রেসের বিপর্যয় নিয়ে খোঁচা দিয়ে রাহুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন আপ সুপ্রিমো।