সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এক সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করল পুলিশ। সম্প্রতি ওই পাক চরকে আটক করা হয়েছিল। তারপর থেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। টানা জেরার পর মঙ্গলবার ওই পাক চরকে গ্রেপ্তার করা হয়। এদিকে পুলিশ কিছু না বললেও, অভিযুক্তের সঙ্গে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী শালে মহম্মদের যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে।
ধৃত শাকুর খান জয়সলমীর এমপ্লইমেন্ট অফিসে সহকারি প্রশাসনিক অধিকর্তা(AAO) হিসাবে কর্মরত ছিলেন। গত কয়েকদিন ধরেই ওই ব্যক্তির ওপর নজর ছিল তদন্তকারী আধিকারিকদের। সিআইডির এক আধিকারিক জানিয়েছেন, নজরদারির সময় তাঁরা জানতে পেরেছিলেন সরকারি কর্মচারি ওই পাক চর পাকিস্তানে থাকা আনসার উল রহিম ওরফে দানিশ এবং সোহেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এরপরই গত বুধবার তাঁকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, দানিশের সহায়তায় একাধিকবার পাকিস্তানে যাওয়ার ভিসা পেয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। এমনকী একাধিকবার পাকিস্তান সফর করেছিলেন। এই সময়ই তিনি পাক গুপ্তচর সংস্থার সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, সাকুরকে আটক করার পর তাঁর ফোন পরীক্ষা করে একাধিক পাকিস্তানি নম্বরের খোঁজ পান গোয়েন্দারা। জেরায় ৬ থেকে ৭ বার পাকিস্তান ভ্রমণের কথা স্বীকার করে নেন সাকুর। মনে করা হচ্ছে, সাকুর বেশ কিছু তথ্য তাঁর ফোন থেকে সরিয়ে পৌঁছে দিয়েছেন পাক হ্যান্ডেলারদের কাছে। একাধিকবার জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেপ্তার করলেন তদন্তকারী আধিকারিকরা।
