shono
Advertisement
Chhattisgarh

ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদীদের অস্ত্র কারখানা! বর্ষশেষে বানচাল নিরাপত্তারক্ষীদের উপর হামলার ছক

৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ উৎখাতের ডাক দিয়েছেন শাহ।
Published By: Subhodeep MullickPosted: 04:53 PM Dec 31, 2025Updated: 05:32 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষশেষে বানচাল নিরাপত্তারক্ষীদের উপর হামলার ছক!ছত্তিশগড়ের জঙ্গলে হদিশ পাওয়া গেল মাওবাদীদের গোপন অস্ত্র কারখানার। নিরাপত্তারক্ষীদের অভিযানে সেখান থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, বন্দুক এবং পিস্তল। জানা যাচ্ছে, এখান থেকেই ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে মাওবাদীদের হাতে চলে যেত অস্ত্র।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সুকমা জেলার গোন্ডপল্লি গ্রাম সংলগ্ন জঙ্গলে মাওদমন অভিযানে নামে পুলিশ এবং সিআরপিএফ। চিরুনি তল্লাশির পর জঙ্গলের ভিতর হদিশ পাওয়া যায় ওই অস্ত্র কারখানাটির। উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল, একটি সিঙ্গল ব্যারেল রাইফেল, একটি এসএলআর রাইফেল, একটি বোল্ট অ্যাকশন রাইফেল এবং আরও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। সূত্রের খবর, যে বিরাট পরিসরে এই অস্ত্র ও বিস্ফোরক তৈরির ঘাঁটি তৈরি করেছিল মাওবাদীরা, তা চমকে দেওয়ার মতোই। তদন্তকারীদের অনুমান করা হচ্ছে, নিরাপত্তাবাহিনীর উপর ফের বড়সড় হামলা চালানোর প্রস্তুতি চলছিল এখান থেকেই। তবে এর আগেও সুকমায় বেশ কয়েকটি অস্ত্র ভাণ্ডারের সন্ধান পেয়েছে নিরাপত্তাকর্মীরা। সেগুলি গুঁড়িয়েও দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মুছে দেওয়া হবে মাওবাদকে। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্রের মাওবাদী বেল্টকে তছনছ করতে মাঠে নামে বাহিনী। লাগাতার অভিযানের জেরে শুধুমাত্র ২০২৫ সালের এখনও পর্যন্ত দেশে ৩৩৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। গত ১০ বছরের মধ্যে এই সংখ্যাটা সর্বাধিক।

চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছিলেন, এই মুহূর্তে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের সুকমা, বিজাপুর এবং নারায়ণপুর এই তিন জেলা ‘অতি উপদ্রুত’। গোটা দেশে মোট মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা ১১টি। হিসেব তুলে ধরে মন্ত্রী আরও জানান, ২০১৮ সালে এই সংখ্যাটা ছিল ১২৬। ২০২১ সালে তা কমে দাঁড়ায় ৯০, ২০২৪ সালে ৭০ এবং ২০২৫ সালের এপ্রিলে ৩৮ থেকে অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ১১তে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষশেষে বানচাল নিরাপত্তারক্ষীদের উপর হামলার ছক!
  • ছত্তিশগড়ের জঙ্গলে হদিশ পাওয়া গেল মাওবাদীদের গোপন অস্ত্র কারখানার।
  • নিরাপত্তারক্ষীদের অভিযানে সেখান থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, বন্দুক এবং পিস্তল।
Advertisement