shono
Advertisement
Abhishek Banerjee

ইভিএমে ভোটচুরি নয়, আসল কারচুপি কোথায়? বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে রাহুলকেও 'নিশানা' অভিষেকের

চুরি রুখতে ব্যর্থ কংগ্রেস ও অন্যান্য দল, বলছেন অভিষেক।
Published By: Subhajit MandalPosted: 04:10 PM Dec 31, 2025Updated: 04:57 PM Dec 31, 2025

নন্দিতা রায় ও সোমনাথ রায়: বছর শেষে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর 'অভিযানে'র পর রীতিমতো বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ভোট চুরি অবশ্যই হচ্ছে। কিন্তু সেটা ইভিএমে নয়। ভোটার তালিকায়। সেই কারচুপি ধরে ফেলেছে তৃণমূল। একই সঙ্গে নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, শুধু রাজনৈতিক গুরুর মতো জ্ঞান কপচালে সমস্যার সমাধান হবে না। লড়তে হবে রাস্তায় নেমে।

Advertisement

সেই ২০১৯ লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কংগ্রেস-সহ বিরোধী শিবিরের একটা বড় অংশ নিশানা করে আসছে ইভিএমকে। কংগ্রেসের এতদিনের অভিযোগ ছিল, ইভিএমে কারচুপির জেরেই এত বড় ব্যবধানে জিতছে বিজেপি। বুধবার নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে সেই অভিযোগ একপ্রকার খারিজ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিলেন, "উপরতলার নির্দেশে ভোটচুরি করছে নির্বাচন কমিশন। কিন্তু কারচুপি ইভিএমে হচ্ছে না। ইভিএম তো পরীক্ষা করা যায়। আসল কারচুপি হচ্ছে ভোটার তালিকায়। সেই কারচুপি তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে।"

কমিশন তথা বিজেপির ষড়যন্ত্র ফাঁসে তৃণমূল সফল। কিন্তু কংগ্রেস, এনসিপি শরদ পওয়ারের মতো দলগুলি নয়। অভিষেকের কথায়, "মহারাষ্ট্রের মানুষ, হরিয়ানার মানুষ বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তাঁদের সুযোগ দেওয়া হল না।" ঘুরিয়ে রাহুল গান্ধীকে নিশানা করে অভিষেক বলেন, "শুধু সোশাল মিডিয়ায় বসে রাজনীতির জ্ঞান দিলে হবে না। চুরি হয়েছে, চুরি হয়েছে বলে অভিযোগ করলে হবে না। মাঠে নেমে সেই চুরি ধরতে হবে। মাঝে মাঝে ২ ঘণ্টা ধরে জ্ঞান দিলে হবে না। মহারাষ্ট্রে, হরিয়ানায় কংগ্রেস সেটা পারেনি। এনসিপি পওয়ার যেটা পারেনি। সেটা তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে।"

অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশন ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র নামে সন্দেহভাজন ভোটারদের আলাদা তালিকা তৈরি করেছে। এই সন্দেহভাজনদের তালিকাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ভোট চুরি করতে চাইছে কমিশন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, "এই সন্দেহভাজনদের তালিকা কোথা থেকে এল? আগেও SIR হয়েছে। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আগের SIR-এ এই সন্দেহভাজনদের তালিকা ছিল না।" অভিষেকের দাবি, ভোটার লিস্টেই আসল কারচুপি করছে বিজেপি। যেটা ধরতে হলে তৃণমূলের মতো মাঠে নামতে হবে। যা করতে ব্যর্থ অন্য বিরোধীরা। কংগ্রেস অবশ্য বলছে, রাহুল আগেই ভোটার তালিকায় ত্রুটি দেখিয়েছে। ভোটচুরির বিরুদ্ধে পথে নেমে আন্দোলনও তিনিই শুরু করেছিলেন বিহারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর শেষে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর 'অভিযানে'র পর রীতিমতো বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • তাঁর সাফ কথা, ভোট চুরি অবশ্যই হচ্ছে। কিন্তু সেটা ইভিএমে নয়।
  • লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Advertisement