shono
Advertisement

Breaking News

Congress

'জাতীয় নিরাপত্তা নিয়ে মশকরা চলছে', সংঘর্ষবিরতিতে চিনা দাবিতে মোদির জবাব চায় কংগ্রেস

Published By: Amit Kumar DasPosted: 02:31 PM Dec 31, 2025Updated: 05:00 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর সেনার তরফে জানানো হয়েছিল, 'এই যুদ্ধে শুধু পাকিস্তান নয়, আমাদের লড়তে হয়েছে চিনের সঙ্গেও।' ডোনাল্ড ট্রাম্পের পর সেই চিন এবার ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে বিবৃতি দিয়েছে। এই ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। চিনের এই দাবি 'জাতীয় নিরাপত্তার উপহাস' বলে উল্লেখ করে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চাইল হাত শিবির।

Advertisement

চিনের বিবৃতি সামনে আসার পর বুধবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে চিন যে দাবি করেছে তা উদ্বেগজনক। এই বিষয়ে সরকারের তরফে স্পষ্ট বার্তা দেওয়া উচিত। এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে জয়রাম রমেশ লেখেন, 'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ১০ মে অপারেশন সিঁদুর বন্ধ করতে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করেছেন তিনি। অন্তত ৭টি দেশে গিয়ে ৬৫ বার একথা বলেছেন ট্রাম্প। অথচ তাঁর তথাকথিত প্রিয় বন্ধু মোদি এই বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে। এবার চিনের বিদেশমন্ত্রীও একই দাবি করছেন। তিনি বলেছেন, এই যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেছে তাঁরা।'

এরপরই অতীতের কথা তুলে ধরে জয়রাম লেখেন, '৪ জুলাই ২০২৫ সেনার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং প্রকাশ্যে বলেছিলেন অপারেশন সিঁদুরে ভারত শুধু পাকিস্তান নয়, আসলে চিনের মুখোমুখি হয়েছিল। চিনের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছিল।' কংগ্রেস নেতা আরও বলেন, 'সেটাই যদি হয়ে তবে সিঁদুরে পাকিস্তানের পক্ষ নেওয়া চিনের এই দাবি নিশ্চিতভাবে উদ্বেগের। শুধু উদ্বেগের নয়, দেশবাসীকে যা বলা হয়েছিল তার সম্পূর্ণ ভিন্ন বক্তব্য সামনে আসছে। পাশাপাশি চিনের এই বয়ান জাতীয় নিরাপত্তাকে উপহাসের সমান।'

উল্লেখ্য, বেজিংইয়ে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও এত ঘন ঘন স্থানীয় যুদ্ধ বা সীমান্ত সংঘাত দেখা যায়নি। যা এই বছর দেখা গিয়েছে। কঠিন এই সময়ে চিন নিরপেক্ষ ও ন্যায় সঙ্গত অবস্থান নিয়ে বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে।” উদাহরণ তুলে ধরে একইসঙ্গে তিনি বলেন, “শান্তি প্রতিষ্ঠার সেই লক্ষে চিন উত্তর মায়ানমার, ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্যালেস্টাইন-ইজরায়েল যুদ্ধ, কম্বোডিয়া-থাইল্যান্ডের পাশাপাশি ভারত-পাকিস্তানের সংঘর্ষ থামাতেও মধ্যস্থতা করেছে।” ভারত-পাক যুদ্ধবিরতি ইস্যুতে চিনের এহেন দাবি সামনে আসতেই বিতর্ক চরম আকার নেয়। এবার সেই ইস্যুতে খোদ প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সরব হল কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডোনাল্ড ট্রাম্পের পর চিন এবার ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে বিবৃতি দিয়েছে।
  • এই ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস।
  • চিনের এই দাবি 'জাতীয় নিরাপত্তার উপহাস' বলে উল্লেখ করে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি চাইল হাত শিবির।
Advertisement