সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১ বছরেই এক লক্ষের গণ্ডি পেরিয়ে যাবে সেনসেক্স! এমনটাই পূর্বাভাস করল ব্রোকারেজ সংস্থা মর্গ্যান স্ট্যানলি। আগামী জুন মাসেই ভারতীয় শেয়ার বাজারের সূচক ১ লক্ষ ছুঁয়ে ফেলবে, এমন সম্ভাবনা অন্তত ৩০ শতাংশ। সবচেয়ে কম বৃদ্ধি হলেও আগামী জুনের মধ্যে সেনসেক্স ৮৯ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে।
মর্গ্যান স্ট্যানলির দুই ইকুইটি স্ট্র্যাটেজিস্ট ঋধম দেশাই এবং নয়ন্ত পারেখ জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে সেনসেক্স ৮২ হাজার পেরিয়ে যাবে বলে আগে অনুমান করা হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে সেই পূর্বাভাস কিছুটা ইতিবাচক করা হয়েছে। আগামী বছরের জুন মাসে সেনসেক্স ৮৯ হাজারের গণ্ডি পেরিয়ে যেতে পারে পারে, এমন সম্ভাবনা। বাজেটে ঘাটতি কমা, বেসরকারি সেক্টরে বিনিয়োগ বৃদ্ধির মতো একাধিক কারণের জেরে বাড়বে সেনসেক্স। আগামী এক বছরে লাগাতার বৃদ্ধি হবে ভারতের শেয়ার বাজারে।
তবে এই বৃদ্ধি আরও জোরদার হয়ে সেনসেক্সের সূচক ১ লক্ষেও পৌঁছে যেতে পারে। সেরকম সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। অশোধিত তেলের দাম ব্যারেল পিছু ৬৫ ডলারের কম থাকতে হবে, আরবিআইকে আর্থিক কড়াকড়ি শিথিল রাখতে হবে, শুল্কনীতি এমনভাবে পরিচালনা করতে হবে যেন বাণিজ্যযুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়। এছাড়াও জিএসটি কমানো এবং কৃষিক্ষেত্রে সংস্কার হলে তবে ১ লক্ষের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলেই অনুমান সংস্থাটির।
ভারতীয় বাজারের বৃদ্ধি কমে গিয়ে সেনসেক্সের সূচকে বড়সড় ধস নামারও সম্ভাবনা রয়েছে আগামী একবছরে। ৭০ হাজারের ঘরে নেমে আসতে পারে সেনসেক্স, এমন সম্ভাবনা রয়েছে ২০ শতাংশ। অশোধিত তেলের দাম বৃদ্ধি, আরবিআইয়ের নিয়ম কড়া হলে এমন পতন ভুগতে পারে ভারতের বাজার। এছাড়াও আন্তর্জাতিক বাজারে মন্দা দেখা দিলে তার প্রভাব ভারতের বাজারেও পড়বে, ফলে হু হু করে কমবে সেনসেক্স।
