সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত গতি ভারতের শেয়ার বাজারে। মঙ্গলবার বাজার বন্ধের সময়ই ইঙ্গিত ছিল। বুধবার সকাল থেকেই বাজারের ঊর্ধ্বগতি (Sensex) বজায় থাকল। যদিও বিশেষজ্ঞদের মতে, বড়সড় বৃদ্ধির সম্ভাবনা নেই। তবুও এদিন ২৬০.৬১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় ৬৩ হাজার ৫৮৮ পয়েন্টে পৌঁছল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ বেড়েছে ৩২ পয়েন্ট। তা পৌঁছেছে ১৮ হাজার ৮৪৮.৭০-এ। যা সর্বোচ্চ রেকর্ড থেকে মাত্র ৩০ পয়েন্ট পিছনে।
উল্লেখ্য, এদিন পাওয়ারগ্রিড, এল অ্যান্ড টি, হিন্দুস্তান ইউনিলিভার, উইপ্রো, রিলায়েন্স, এইচএফডিসি ব্যাংক, টেক মাহিন্দ্রা ও এইচডিএফসি’র শেয়ার সবচেয়ে বেশি বেড়েছে। অন্যদিকে, সবচেয়ে বেশি শেয়ারের পতন দেখা গিয়েছে টাটা মোটর্স, টাটা স্টিল, সান ফার্মা, অ্যাক্সিস ব্যাংক, এশিয়ান পেইন্টস ও বাজাজ ফিনান্সের।
[আরও পড়ুন: গৃহহীন মহিলাদের দেখে হাসি! প্রকাশ্যে ইঞ্জিনিয়ারকে চড় মহারাষ্ট্রের মহিলা বিধায়কের]
শেয়ার বাজার যে আরও চাঙ্গা হবে, তার ইঙ্গিত ছিল মঙ্গলবারই। সোমবারের পতনের পর মঙ্গলবারের ট্রেডিং সেশনে চড়চড়িয়ে ঊর্ধ্বগতি দেখিয়েছিল ভারতীয় শেয়ার বাজার। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই সেই গতি বজায় থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল।