shono
Advertisement
share market

ভাল্লুকের থাবায় স্তব্ধ রকেট গতি, ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, সিঁদুরে মেঘ শেয়ার বাজারে!

কিন্তু কেন এই ধস শেয়ার বাজারে?
Published By: Amit Kumar DasPosted: 01:20 PM May 13, 2025Updated: 01:27 PM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাফল্য দীর্ঘস্থায়ী হল না। অপারেশন সিঁদুরের সাফল্যে সোমবার ৩ হাজার পয়েন্টের লম্বা লাফের পর মঙ্গলে সিঁদুরে মেঘ শেয়ার বাজারে। একধাক্কায় প্রায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে দেশের স্টিল ও অ্যালুমিনিয়াম সেক্টরে।

Advertisement

ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের বিরাট সাফল্যের পর দুই দেশের সংঘর্ষবিরতির বিরাট প্রভাব পড়েছিল দালাল স্ট্রিটে। একধাক্কায় ৩ পয়েন্টের বেশি বাড়ে সেনসেক্সের সূচক। সমস্ত সেক্টর বিরাট লাভ দেয় বিনিয়োগকারীদের। তবে সেই উত্থানের পরই মঙ্গলবার বাজার খুলতেই শুরু হয় রক্তক্ষরণ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১১৬৩ পয়েন্ট অর্থাৎ ১.৪১ শতাংশ পড়ে সেনসেক্স নেমেছে ৮১,২৬৬.৫৯ পয়েন্টে। পাশাপাশি ২৯৩.৪৫ অর্থাৎ ১.১৮ শতাংশ নেমে নিফটি ফিফটি পৌঁছেছে ২৪,৬৩১.২৫ তে। ব্যাঙ্ক নিফটিও পড়েছে ৪৩৪ পয়েন্ট। স্টিল ও অ্যালুমিনিয়ামের শেয়ারগুলিও বড় ধাক্কা খেয়েছে।

যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, পাওয়ার গ্রিড, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, ভারতী এয়ারটেল, টাটা স্টিল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার মতো শেয়ারগুলি। পাশাপাশি এই বাজারেও বেশকিছু শেয়ারে বড় উত্থান লক্ষ্য করা গেছে। ৪ শতাংশের বেশি বেড়েছে ভারত ইলেকট্রনিক্স, হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড, ব্যাঙ্ক অফ বরোদা, আদানি গ্রিন এনার্জির মতো শেয়ারগুলি।

কিন্তু কেন এই ধস শেয়ার বাজারে? বিশ্লেষকদের মতে, সোমবার শেয়ার বাজারের রকেট গতির প্রভাব পড়েছে মঙ্গলের বাজারে। গতকাল ধাপে ধাপে এতটা বৃদ্ধির পর এবার বিনিয়োগকারীরা নিজেদের প্রফিট বুক করা শুরু করেছেন। যার জেরে হয়েছে শর্ট সেলিং শুরু হয়েছে। মনে করা হচ্ছে এর ফলেই ধরাশায়ী হয়েছে মঙ্গলের শেয়ার বাজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুরের সাফল্যে সোমবার ৩ হাজার পয়েন্টের লম্বা লাফের পর মঙ্গলে সিঁদুরে মেঘ শেয়ার বাজারে।
  • একধাক্কায় প্রায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও।
  • সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে দেশের স্টিল ও অ্যালুমিনিয়াম সেক্টরে।
Advertisement